দীর্ঘদিন পর ঘরের মাঠে কোনো সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে জিম্বাবুয়ে। নির্ভরযোগ্য দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া এ ম্যাচ খেলতে নামে স্বাগতিকরা। এ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো না হলেও ওপেনার ইমরুল কায়েসের দৃঢ়তায় বাংলাদেশের যত আশা।
আজ রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ খবর পাওয়া পর্যন্ত ২৮ ওভারে ১৩৭ রান নিয়েছে বাংলাদেশ পাঁচ উইকেট হারিয়ে। ইমরুল কায়েস ৭২ রানে ব্যাট করছেন ।
অবশ্য এর আগে বাংলাদেশ সতর্কভাবে শুরু করলেও খুব একটা সুবিধা করতে পারেননি ওপেনার লিটস দাস (৪)। দলীয় ১৬ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। অল্প কিছুক্ষণের মধ্যে আউট হয়ে যান অভিষিক্ত ব্যাটসম্যান ফজলে রাব্বি। তিনি ঝুলিতে কোনো রান নিতে পারেননি। এরপর আশা জাগিয়েও দ্রুত ফিরে যান মুশফিকুর রহিম (১৫)। পরে ৩৭ রান করে আউট হন মিঠুন।
দ্রুত তিন উইকেট হারলেও একপাশ আগলে রাখেন ওপেনার ইমরুল কায়েস। মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে দলের ব্যাটিং বিপর্যয় এড়ান এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
অবশ্য দেশের মাটিতে এই জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড বেশ সমৃদ্ধ বাংলাদেশের। এখন পর্যন্ত আটটি ওয়ানডে সিরিজ খেলেছে দুই দল। এর মধ্যে একটি বাদে সবকটিতেই জিতেছে টাইগাররা।
নিজেদের মাটিতে ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগাররা। তবে এর পর আর কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু ও মুস্তাফিজুর রহমান
ইমরুলের ব্যাটে বাংলাদেশের আশা
Tag: games
No comments: