তাইওয়ানে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত এবং ১০০ জন আহত হয়েছেন। এছাড়া ৩০ থেকে ৪০ জন যাত্রী আটকে আছেন ট্রেনটিতে।
রোববার বিকেল পাঁচটায় দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ওয়াইলান কাউন্টির ডোংশান-সুক্সিন রেললাইনে ‘পুয়ুমা এক্সপ্রেস ৬৪৩২’ নামের ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির রাজধানী তাইপের শুলিন স্টেশন থেকে পূর্বাঞ্চলীয় উপকূলীয় তাইতুং কাউন্টিতে যাচ্ছিল ট্রেনটি। এসময় এতে ৩১০ জনের মতো মানুষ ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, ট্রেনটির ৮টি বগির ৫টি রেললাইনের পাশে পড়ে আছে। উদ্ধারকর্মীরা আহতদেরকে হাসপাতালে নিচ্ছেন এবং বগিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করছেন।
তাইওয়ানের আধা-সরকারি ‘সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এবং বহুল প্রচারিত গণমাধ্যম ‘ইউনাইটেড ডেইলি নিউজ’র বরাত দিয়ে এসব কথা জানিয়েছে সিঙ্গাপুরের গণমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস।
তাইওয়ানের কেন্দ্রীয় সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনাটি সম্পর্কে অবগত করা হয়েছে সরকার প্রধানকে। তিনি ভুক্তভোগীদের নিয়ে খুবই উদ্বিগ্ন।
তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৭, আহত ১০০
Tag: world
No comments: