জম্মু-কাশ্মির সীমান্তে তুমুল বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ৩ জওয়ান ও ২ গেরিলা নিহত হয়েছে।
এছাড়া এক সেনাজওয়ান আহত হওয়ায় তাকে উধমপুরে আর্মি কম্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। (রোববার) দুপুরে রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর সুন্দেরবানী সেক্টরে তুমুল সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। সেনাবাহিনীর এক মুখপাত্র ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পাকিস্তানের দিক থেকে গেরিলারা ভারতীয় সীমানায় অনুপ্রবেশের চেষ্টা করলে সেনাবাহিনীর জওয়ানরা তা ব্যর্থ করে দেয়। উভয়পক্ষের পক্ষে পাল্টাপাল্টি গুলিবর্ষণের মধ্যে এসময় তিন সেনা জওয়ান নিহত ও অন্য একজন আহত হন। অন্যদিকে, সেনাবাহিনীর গুলিতে ২ গেরিলা নিহত হয়। ঘটনাস্থল থেকে ২টি এক কে-৪৭ রাইফেলসহ অন্যান্য যুদ্ধাস্ত্র উদ্ধার হয়েছে।
জম্মু-কাশ্মির সীমান্তে সংঘর্ষে সেনাবাহিনীর ৩ জওয়ান সহ নিহত ৫
Tag: world
No comments: