জেনে নিন আজকের রাশিফল।
মেষ
ব্যবসার দিকে ভাল আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরি স্থানে জটিলতা। একাধিক পথে আয় বাড়তে পারে। সমস্যার সমাধান হতে পারে। কোনও রোগ থেকে উদ্ধার পেতে পারেন।
বৃষ
অর্থ ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। অনেক দিন পর ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। পারিবারিক ঝামেলায় মানসিক অবসাদ। গুরুজনদের সঙ্গে তর্কে না যাওয়াই শ্রেয়।
মিথুন
অসৎ সঙ্গে পড়ে অর্থ নাশ হতে পারে। কাজের অগ্রগতি থেমে যেতে পারে। শরীর খারাপ হতে পারে। একটু সংযত থাকতে পারলে নিজের বাসনা পূর্ণ হতে পারে। স্নায়বিক কারণে কষ্ট পেতে পারেন। প্রেমে জটিলতা কেটে যেতে পারে।
কর্কট
ভাই ভাই বিবাদ থেকে আজ একটু সাবধান থাকা দরকার। আজ সারা দিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে কলহ বাধতে পারে। উচ্চ শিক্ষিতদের জন্য ভাল খবর বা যোগাযোগ আসতে পারে। দাম্পত্য জীবন সুখকর হলেও ক্লেশ থাকবে।
সিংহ
সকালের দিকে পেটের কোনও সমস্যা বৃদ্ধি। ব্যবসার দিকে বাড়তি কোনও লাভ আসতে পারে। বন্ধুর জন্য কোনও কারণে রাগ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদে ক্ষতি হতে পারে। ডাক্তারের জন্য অর্থ ব্যয় বৃদ্ধি। আগুন থেকে সাবধান।
কন্যা
পাওনা কোনও অর্থ আদায় হতে পারে। চাকরির স্থানে কোনও কাজের চাপ বাড়তে পারে। মাতার শরীর নিয়ে চিন্তা। ভাল সঙ্গে থাকার জন্য উন্নতিলাভ। ভাই–বোন কোনও বিবাদ বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে চিন্তা।
তুলা
সকালের দিকে ব্যবসার থেকে বাড়তি কিছু আয় আসতে পারে। ব্যবসার দিকে চুরি থেকে সাবধান। প্রেমের জন্য কোনও যোগাযোগ আসতে পারে। সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা।
বৃশ্চিক
ব্যবসার দিকে সাফল্য আসতে পারে। আজ কোনও জিনিস চুরি হতে পারে। ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবে না। সকালের দিকে কোনও বাহিরের ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে অতিরিক্ত লোভের কারণে বিপদ। দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে।
ধনু
ব্যবসার দিকে কোনও বিষয় আলোচনা। চাকরির স্থানে কোনও ব্যক্তির সঙ্গে তর্ক। আর্থিক চাপ বাড়তে পারে। মানসিক দিক দিয়ে একটু চঞ্চল ভাব থাকতে পারে। পড়াশুনার জন্য কোনও ভাল যোগাযোগ। গবেষণার দিকে আজ সাফল্য আসতে পারে। ব্যবসার দিকে চাপ বৃদ্ধি।
মকর
আজ একটু সাবধানে চলাফেরা করা দরকার, বিপদের সম্ভাবনা রয়েছে। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে। সকালের দিকে কোনও ভাল কাজে যাওয়া ঠিক হবে না। উচ্চব্যক্তির সঙ্গে বচসা হতে পারে। উত্তম কোনও কাজের পুরস্কার পেতে পারেন। প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি।
কুম্ভ
আজ ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে। একাধিক কাজের জন্য আলোচনা হতে পারে। পারিবারিক ছোটখাটো সমস্যা থাকলে কেটে যাবে। গুরুজনদের সঙ্গে সম্পর্কের উন্নতি। তৃতীয় কারও জন্য স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে।
মীন
আজ ব্যবসায় প্রচুর বাড়তি পরিশ্রম হতে পারে। প্রেমে আজ কোনওরূপ জটিলতা আসতে পারে। আজ ভ্রমণে হঠাৎ কোনও বাধা আসতে পারে। কোনও মূল্যবান দ্রব্য প্রাপ্তি হতে পারে। বুদ্ধির ভুলের জন্য কোনও ভাল কাজ হাতছাড়া হতে পারে। চাকরির জন্য প্রচুর কষ্ট করতে হবে। পড়াশুনার জন্য খরচ বৃদ্ধি।
প্রেমে অশান্তি হবে মকরের, চাপ বাড়বে কন্যার
Tag: Featured
No comments: