নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান সংঘর্ষে নিহত ৫৫
নাইজেরিয়ার কাদুনা রাজ্যে মুসলিম-খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে সংঘর্ষে ৫৫ জন নিহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি বিপণিবিতানে মুসলিম-খ্রিস্টান ধর্মাবলম্বী যুবকদের মধ্যে সংঘর্ষে ৫৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেপ্তার করেছে।
রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারির বরাতে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বৃহস্পতিবারের ওই ঘটনার খবরটি শুক্রবার স্থানীয় পুলিশ জানালে রোববার প্রেসিডেন্টের মুখপাত্রের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার খবরটির সত্যতা জানানো হয়।
এ ঘটনায় শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়। নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান ধর্মভিত্তিক গোত্রগুলোর মাঝে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রেসিডেন্টের মুখপাত্র গার্বা শেহু এক টুইট বার্তায় জানান, গোত্রগুলোর নেতৃস্থানীয়দের প্রতি দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট বলেছেন, ‘গোত্রগত ভিন্নতার কারণে সৃষ্ট দ্বন্দ্ব নিরসন করতে না পারলে আমাদের দৈনন্দিন অগ্রগতি ব্যাহত হবে।’
No comments: