একশ রান পার করা অসম্ভব হয়ে পড়েছিল ভারতের। বলা যায় টেনেটুনে শত রান পার। লর্ডস টেস্টের প্রথম দিন খেলা হয়নি বৃষ্টিতে। দ্বিতীয় দিনও ভেসে যাওয়ার উপক্রম ছিল। এদিন খেলা হয়েছে মাত্র ৩৫.২ বল।
এজবাস্টনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বোলারদের চমকে নিজেদের হাজার তম টেস্ট ম্যাচে জয় পায় ইংলিশরা।
লর্ডসে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। বলা যায় আবহাওয়ার সুবিধাটা ভালো মতোই নিতে পেরেছে স্বাগতিক পেসাররা।
ভারতের শুরুটা হয় শূন্য রানে উইকেট দিয়ে। এন্ডারসনের বলে বোল্ড হয়ে ফিরে যান মুরালি বিজয়। এই যে শুরু, থামানোর সাধ্য কার এন্ডারসনকে!
মাঝে বিরাট কোহলি আর অজিঙ্কা রাহানের ৩৪ রানের জুটি ছাড়া লম্বা জুটি গড়তে দেয়নি এন্ডারসন-ক্রিস ওকসরা।
শেষ দিকে রবি চন্দন অশ্বিনের ২৯ রানই ছিল ভারতের ইনিংসে সর্বোচ্চ রান। কোহলি করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান। বাকিরা ব্যস্ত ছিল আসা যাওয়ার মিছিলে।
১৩.২ ওভার বোলিং ৫ মেডেন আর ২০ রান দিয়ে করে ক্যারিয়ারের ২৫তম পাঁচ উইকেট তুলে নেন জেমস এন্ডারসন। আরেক পেসার ক্রিস ওকস নেন ২ উইকেট। ১ উইকেট করে নেন স্টুয়ার্ট ব্রড আর স্যাম কারান।
৩৫.২ ওভারে দশ উইকেটে ১০৭ রান তুলতে পারে সফরকারীরা।
এন্ডারসনে নাস্তানাবুদ ভারত
Tag: games
No comments: