সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের উড়ন্ত শুরুর পরও বিশ্রামে নেই বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে পাকিস্তানকে ১৪-০ গোলে হারানোর পরদিন অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে তহুরা-শামসুন্নাহাররা।
ভুটানের আর্মি বাস্কেটবল গ্রাউন্ডে, রানিং ও ওয়ার্ম আপ করেন মেয়েরা। দুপুরে ছিলো জিম সেশন। অনুশীলন শেষে কোচ বলেছেন, শারিরিক ও মানসিকভাবে দল চাঙ্গা রয়েছে।
নেপালের বিপক্ষেও জয়ের আশা দেখছেন তিনি। ১৩ আগষ্ট ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।
অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে তহুরা-শামসুন্নাহাররা
Tag: games
No comments: