অধিনায়ক প্রোগবার গোলে জয় দিয়ে মরসুম শুরু ম্যাঞ্চেস্টারের
লন্ডন: কোচের সঙ্গে তাঁর অম্লমধুর সম্পর্ক আর ম্যাঞ্চেস্টার ছাড়া নিয়ে জল্পনা৷ এই দুই কারণে শেষ কদিন খবরের শিরোনামে উঠে এসেছিলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার পল পোগবা৷ দিন কয়েকের ব্যবধানে ফের শিরোনামে তারকা মিডিও৷ এবার তাঁর গোলেই জয় দিয়ে প্রিমিয়র লিগ মরসুম শুরু করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ লিগের প্রথম ম্যাচে লেস্টার সিটিকে ম্যান ইউ হারাল ২-১ ব্যবধানে৷
ম্যান ইউয়ের হয়ে ম্যাচের ৩ মিনিটে পোনাল্টিতে গোল করেন পোগবা৷ ঠিকানা লেখা পেনাল্টিতে গোল করে প্রিমিয়র লিগের ইতিহাসে মরসুমের প্রথম গোল স্কোরারদের তালিকায় নাম লিখিয়ে ফেললেন পোগবা৷ রাশিয়া বিশ্বকাপে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই ক্লাবের জার্সি গায়ে শুরু করলেন পোগবা৷ সেই সঙ্গে তাঁর ম্যান ইউ ছাড়া এখন প্রশ্নচিহ্নের মুখে৷
যাঁর ক্লাব ছাড়া নিয়ে এত চর্চা সেই পোগবাকে অধিনায়ক করে মাঠে নামান মৌরিনহো৷ পোগবাকে রেড ডেভিলসদের অধিনায়ক করার সিদ্ধান্ত মৌরিনহোর মাস্টার স্ট্রোক বলা চলে৷ নেতার ভূমিকায় মাঠে নেমে এত সহজে কি ক্লাব বদলের কথা ভাববেন পোগবা! সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ পোগবাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছেন বার্সোলোনা৷ মাঝমাঠে পোগবাকে নিতে মোটা টাকার অফার দিয়েছে কাতালান ক্লাব৷ অন্যদিকে জুভেন্তাসও পোগবাকে দলে ফেরাতে মরিয়া৷ জুভেন্তাসে খেলেই ম্যাঞ্চেস্টারে গিয়েছিলেন পল৷ ফের পুরনো ক্লাবে ফিরলে তাঁকে এবার রোনাল্ডোর পাশে খেলতে দেখা যেতে পারে৷
ম্যাচে ৮৩মিনিটে ম্যান ইউয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন লিউক স৷ ইনজুরি টাইমে জেমি ভার্ডির গোলে লেস্টার সিটি গোল ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্
ম্যাঞ্চেস্টারের নতুন অধিনায়ক হিসেবে মরসুম শুরু করে গোগবা বলেন, ‘দল ও অনুরাগীদের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব৷ বাইরে কি চলছে সেই নিয়ে মাথা ঘামাই না
No comments: