তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প তার টুইট বার্তায় জানান, তুর্কি মুদ্রার দাম ২০ শতাংশ কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এদিকে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়া এক ভাষণে বলেন, বিদেশি শক্তিগুলোর প্রচারণায় লিরার দাম কমেছে। এসব বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়া হবে বলেও জানান তিনি।
ন্যাটোভুক্ত দুই দেশের মধ্যে তুরস্কে সামরিক অভ্যুত্থানচেষ্টা ও রাশিয়া থেকে পারমাণবিক অস্ত্র কেনা নিয়ে তিক্ততা তৈরি হয়। তুর্কির উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা নিয়েও উদ্বেগ বেড়েছে দু'দেশের।
তুরস্কের ইস্পাত ও অ্যালুমিনিয়ামে দ্বিগুণ শুল্কারোপ করেছে ট্রাম্প প্রশাসন
Tag: world
No comments: