Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কোরবানির পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে উট-দুম্বা







কোরবানির পশু হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে মরুভূমির প্রাণী উট-দুম্বা। তাই রাজধানীর খামারে এবারো আমাদানি করা হয়েছে উষ্ণ অঞ্চলের এই প্রাণী। এরই মধ্যে বিক্রিও শুরু হয়ে গেছে। প্রতিটি উট ১১ থেকে ১৩ লাখ আর দুম্বা বিক্রি হচ্ছে ৩ লাখ টাকায়।

ভারতের রাজস্থান থেকে ঈদ উপলক্ষে আনা হয়েছে উট। প্রায় দুই মাস হেঁটে পৌঁছেছে বাংলাদেশে। প্রতি বছরই চাহিদা বাড়ছে উটের। তাই বাড়ছে আমদানিও । গত বছর এই খামারটি উট এনেছিল ৩টি। এবার এনেছে ৯টি। খরচ কোটি টাকা।

এরই মধ্যে ৩টি উট বিক্রি হয়েছে। বাকিগুলোর দরদাম চলছে। উট দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। অত্যধিক তাপ সহিষ্ণু বলে দেশের আবহাওয়ার সাথে খুব সহজেই খাপ খাচ্ছে।

মধ্যপ্রাচ্যর আরেক পশু দুম্বা। বাংলাদেশে বেশকিছু খামারে এখন প্রজনন হচ্ছে। কোরবানি উপলক্ষে আনা হয়েছে দুবাই এবং ভারত থেকেও। দেশী পশুর খাবার খায় বলে, বেগ পেতে হয় না।

খামারিরা বলছেন, প্রতিটি উটের ওজন ১০ থেকে ১২ মণ। আর দুম্বা ৫০ থেকে ৬০ কেজি।

ব্যবসায়ীরা বলছেন, দেশে উটের খামার বাড়লে, ৫ থেকে ৬ লাখ টাকায় মিলবে এই প্রাণী।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply