তিন ম্যাচ সিরিজের প্রথম আন-অফিশিয়াল ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ২৮১ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল’।
আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে যায় স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮০ রান তুললে সক্ষম হয় মোহাম্মদ মিথুনের দল।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সবোর্চ্চ ১০৭ বলে ৬৭ রান করেন ওপেনার মিজানুর রহমান। এছাড়া ৬৩ রানে ৫৯ রান করেন মিডল অর্ডার ফজলে মাহমুদ। ২২ বলে ঝড়ো ৪৭ রান করেন আরিফুল হক ও ৪৪ বলে ৪৪ রান তুলে নেন মিথুন।
এছাড়া সৌম্য সরকার ৩৪ বলে ২৪, জাকির হোসেন ২৬ বলে ১৮, আল-আমিন ৩ বলে ৮, সানজামুল ১ বলে ০ এবং নাঈম হাসান ১ বলে ১ রান করেন।
লঙ্কানদের হয়ে থিসারা পেরেরা, দাসুন শানাকা, মালিন্দা পুষ্পকুমারা, শেহান জয়াসুরিয়া ও শেহান মাদুশঙ্কা তুলে নেন একটি করে উইকেট।
শ্রীলঙ্কা ‘এ’ দল
থিসারা পেরেরা (অধিনায়ক), দাসুন শানাকা (সহ-অধিনায়ক), উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, শেহান জয়াসুরিয়া, আশান প্রিয়াঞ্জান, সাদিরা সামারাবাবিক্রমা, শাম্মু আশান, মালিন্দা পুষ্পকুমারা, নিশান পেইরিস, শেহান মাদুশঙ্কা।
বাংলাদেশ ‘এ’ দল
সৌম্য সরকার, মিজানুর রহমান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), খালেদ আহমেদ, নাঈম হাসান, শরিফুল ইসলাম, আল-আমিন, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, আরিফুল হক, সানজামুল ইসলাম।
শ্রীলঙ্কা এ’ র বিপক্ষে ২৮০ রান তুললো মিথুন-আরিফুলরা
Tag: games
No comments: