Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » টোকিও অলিম্পিকের মাসকটের নাম মিরাইতোয়া







আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের টোকিও অলিম্পিকের মাসকট সবার সামনে তুলে ধরলো আয়োজকরা। গ্রীষ্মকালীন অলিম্পিকের মাসকটের নাম দেয়া হয়েছে মিরাইতোয়া। প্যারালিম্পিকের মাসকটের নাম সমিইতি। মাসকট উন্মোচনের মধ্যে দিয়ে পুরো দুনিয়াকে অলিম্পিকের নিমন্ত্রণ পৌঁছে দিলেন আয়োজকরা। এ আসর অন্য সব আয়োজনকে ছাড়িয়ে যাবে বলেও বিশ্বাস তাদের।

 

সূর্যোদয়ের দেশ জাপান। আধুনিক প্রযুক্তির দেশও বলা হয় জাপানকে। আর সেখানে আন্তর্জাতিক কোন আসর মানেই বিশ্বকে নতুন কিছুর ছোঁয়া দেয়া। ১৯৬৪ সালে প্রথম আয়োজনেই বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলো জাপানিজরা। এবার দ্বিতীয় আয়োজনে আগের সব আসরকে ছাড়িয়ে যেতে চায় আয়োজকরা।

অলিম্পিক আয়োজনে ব্যয় হবে ৪০০ বিলিয়ন ইয়েন। থাকবে আধুনিক প্রযুক্তির সব নতুন ব্যবহার। যোগ করা হচ্ছে নতুন সব ইভেন্ট। প্রতিটি ইভেন্টেই ব্যবহার করা হবে ৩২ থেকে ৪০ মেগাপিক্সেলের ক্যামেরা। এমন আকর্ষণীয় আসরের মাসকট কেমন হবে তা নিয়ে এতদিন অপেক্ষায় ছিল সবাই। এবার আনুষ্ঠানিকভাবে সবার সামনে হাজির করা হল টোকিও অলিম্পিকের মাসকট।

সাদা মঞ্চে হঠাত করেই সব আলো নিজেদের দিকে টেনে নিলো দুটো রোবট। ভালবাসা আর উষ্ণ আমন্ত্রণে স্বাগত জানায় পুরো দুনিয়াকে। এরা দুজন টোকিও ২০২০ অলিম্পিকের মাসকট। সাদা আর নীলের মিশেলে গড়া মাসকটটি টোকিও অলিম্পিকের। নাম দেয়া হয়েছে মিরাইতোয়া।

অলিম্পিকের পরই শুরু হবে প্যারালিম্পিক। আনুষ্ঠানিকভাবে পুরো দুনিয়ার সামনে পরিচয় করিয়ে দেয়া হয়েছে এ আসরেরও মাসকট। প্যারালিম্পিকের মাসকটের নাম দেয়া হয়েছে সমিইতি।


জাপানের ১৬ হাজার ৭৬৯টি স্কুলের শিশুদের ভোটে নির্বাচিত করা হয়েছে মাসকট। আয়োজকরা মনে করেন বন্ধুত্বের আহবানে সবার মাঝেই সারা ফেলবে এ মাসকট।

টোকিও অলিম্পিক আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরি বলেন, এ মাসকট সবার বন্ধু। ওরা শিশুর মত নিষ্পাপ। নতুন নতুন বেশকিছু ইভেন্ট যোগ হচ্ছে টোকিওতে। আশা করছি এ মাসকটও সবার ভাল লাগবে।

দুটি মাসকট নির্বাচনে ভোট দিয়েছে জাপানের ৫ মিলিয়ন শিশু।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply