আরও একজনকে ভালোবাসেন শুভশ্রী! এই তথ্য জানার পরও শুভশ্রীকে বিয়ে করেছিলেন রাজ। শুধু তাই না, শুভশ্রীর সেই ভালোবাসাকে স্থান দিয়েছেন নিজের বাড়িতে। আর এবার সেই ভালোবাসার কথা সোশ্যাল মিডিয়াতে স্বীকার করলেন শুভশ্রী। তিনি তার ফেসবুকে লিখলেন, 'আই লাভ ইউ জিলেটো'।
‘জিলেটো’ নামটি শুনে নিশ্চয় এতক্ষণে বুঝে গিয়েছে সে কে? ঠিক ধরেছেন অভিনেত্রী প্রিয় পোষ্য প্রাণী। যাকে নিজের সন্তানের মতো ভালবাসেন তিনি। শ্বশুর বাড়ি আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছেন জিলেটোকে।
গত রোববার ছিল জিলেটোর জন্মদিন। সেই উপলক্ষে জিলেটোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আই লভ ইউ জিলেটো, হ্যাপি বার্থ ডে।’
ইতালিয়ান শব্দ জিলেটোর অর্থ আইসক্রিম। সেই সূত্রেই পোষ্যের নাম জিলেটো রেখেছেন নায়িকা। বিয়ের আসরে প্রায় সব সময়ই জিলেটোকে কোলে নিয়ে শুভশ্রীকে ঘুরতে দেখা গিয়েছিল।
প্রসঙ্গত, রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে উন্মাদনায় ভাটা পড়েছে অনুরাগীদের। শুরু হয়েছে নতুন গুঞ্জন। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, প্রেগন্যান্ট শুভশ্রী। টলিউডের সুপারস্টার জিৎ-এর করা একটি ট্যুইট থেকে ছড়িয়েছিল এই জল্পনা। তবে জিমে এক্সারসাইজের ভিডিও পোস্ট করে সেসব জল্পনা ধোপে টিকতে দেননি অভিনেত্রী।
আরও একজনকে ভালোবাসেন শুভশ্রী!
Tag: Entertainment
No comments: