আজ জেলা প্রশাসক সম্মেলন, থাকছে ৩৪৭ প্রস্তাব
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারের এ সম্মেলনকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে প্রশাসন।
ভূমি ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন, কর্মসৃজন প্রকল্প, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ৩৪৭টি প্রস্তাব এসেছে জেলা প্রশাসকদের কাছ থেকে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মলনে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এম এন জিয়াউল আলম এসব কথা বলেন।
সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরে এম এন জিয়াউল আলম সাংবাদিকদের বলেন, জেলা প্রশাসকগণ মাঠ পর্যায়ের উন্নয়ন ও সরকারের নীতি বাস্তবায়ন করে থাকেন। প্রতি বছরই এ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকদের একটি নির্দেশনা দিয়ে থাকেন সরকারের নীতি-নির্ধারকরা। এবারও এর ব্যত্যয় হবে না।
সচিব বলেন, গতবার জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রস্তাবগুলোর মধ্যে প্রায় ৯৪ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এবারও জেলা প্রশাসকদের কাছ থেকে ৩৪৭টি প্রস্তাব ইতোমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে। এগুলোর মধ্যে বেশির ভাগই ভূমি ব্যবস্থাপনা নিয়ে। এরপরে রয়েছে জনপ্রশাসন, স্থানীয় প্রশাসন ও স্থানীয় সরকার নিয়ে।
জিয়াউল আলম বলেন, আগামীকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেখানে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠান হবে। মোট ২২টি কার্য অধিবেশনের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বাদে অবশিষ্ট ২১টি অধিবেশনই হবে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে। এ সম্মেলনে সরকারের ৫১টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নেবে।
সচিব বলেন, এ সম্মেলনে আলোচ্য সূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্মসৃজন ও দারিদ্র্য বিমোচন কার্যক্রম জোরদার, সামাজিক নিরাপত্তা বেস্টনি কর্মসূচি বাস্তবায়ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও দুষণ রোধ প্রভৃতি।
এদিকে সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এর আগে ২০১৭ সালের সম্মেলনে জেলা প্রশাসকদের কাছ থেকে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত ৩৪৯টি প্রস্তাব দিয়েছিলেন জেলা প্রশাসকরা। এর মধ্যে ১৫০টি স্বল্পমেয়াদি, ১৩২টি মধ্যমেয়াদি এবং ১৪৭টি দীর্ঘমেয়াদি মোট ৪২৯টি সিদ্ধান্ত গৃহীত হয়
No comments: