টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডে সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। প্রস্তুতি শুরু করেছেন সাকিব-বিজয়রা। দলে যোগ দিচ্ছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মুর্ত্তোজা। এরই মধ্যে যোগ দিয়েছেন নতুন ফিল্ডিং কোচ রায়ান কুক। ২২ জুলাই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
দু:স্বপ্নের গেছে টেস্ট সিরিজ। ইতিহাসের সেরা বাজে ব্যাটিং প্রদর্শনি করেছেন মুমিনুল-সাকিব-মুশফিকরা। চার ইনিংস মিলিয়ে ১'শ এর উপর রান করতে পারেননি কোন টাইগার ব্যাটসম্যান।
ক্যারিবিয়ান বোলারদের আগ্রাসন, টাইগারদের ফর্মহীনতা ওয়ানডে সিরিজেও আশাবাদি করছে না। তবে, মাশরাফীর নেতৃত্ব বলেও সম্ভাবনা জাগছে। বিসিবি-ও ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে। রায়ান কুকের অধিনে ভাল কিছুর স্বপ্ন বিসিবির।
প্রায় তিন বছর পর ফিরেছিলেন শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের বিপক্ষে ট্রাই নেশন সিরিজে। আস্থার প্রতিদান দিতে পারেননি চার ম্যাচে ৫৫ রান করে ছিটকে পরেছিলেন। তবে ক্যারিবিয় সফরে আবারও ফিরেছেন। দলের ঘুড়ে দাঁড়ানোর মিশনে নিজও জায়গা পাকা করতে চান বিজয়।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফীর দল। সিরিজের প্রথম ওয়ানডে ২২ জুলাই, গায়ানায়।
ওয়ানডে সিরিজে ঘুড়ে দাঁড়াতে মরিয়া টাইগাররা
Tag: games
No comments: