নির্বাচন কমিশন আজ্ঞাবহ হয়ে প্রহসনের নির্বাচন করলে এর প্রভাব আগামী সংসদ নির্বাচনে পড়বে। কোনও প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না পূণ্যভূমি সিলেটে। বললেন সিলেটে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার দুপুরে সিলেট নগরীর শাহী ঈদগাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন আরিফুল হক চৌধুরী।
কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরিফ অভিযোগ করেন, নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মী ও অনুসারীদের হয়রানি করছে পুলিশ। তাদের বাসাবাড়িতে তল্লাশির নামে আতঙ্ক ছড়াচ্ছে।
তিনি নেতাকর্মীদের হয়রানি বন্ধের দাবি জানিয়ে বলেন, এ অবস্থা চলতে থাকলে ঢাকায় গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে প্রতিবাদ জানাব। অবস্থা এমন চলতে থাকলে আমাদের বাধ্য করা হবে রাজপথে নামতে।
আরিফুল হক বলেন, সিলেটের মানুষ অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয়ও দেয় না। আমরা সহনশীল শান্তিপ্রিয়। তাই কোনও অন্যায় সিলেটের জনগণ মানবে না।
গণমাধ্যমের সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, অতীতের মতো আপনাদের সহযোগিতা চাই। আজ থেকে ফলাফল প্রকাশের আগ পর্যন্ত আপনাদের সহযোগিতা আগের মতো চাই।
পূণ্যভূমি সিলেটে কোনও প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না: আরিফ
Tag: others
No comments: