'জনগণের পাশে দাঁড়ানোই আ.লীগের লক্ষ্য'
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের লক্ষ্য। এদেশের কোন মানুষ যেন একবেলাও না খেয়ে থাকে সেই জন্যই বিভিন্ন ভাতার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। মঙ্গলবার (১৭ জুলাই) সকালে গণভবনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের জন্য বিভিন্ন ভাতা ইলেকট্রনিক উপায়ে বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'মানুষের ওপর আস্থা আছে আছে, ভরসা আছে আমার। মানুষের জন্যই কাজ করি, মানুষের জন্যই রাজনীতি করি। আর সে কথা চিন্তা করেই আমরা বয়স্ক ভাতা থেকে শুরু করে হিজড়া, বেদে, চার শ্রমিক ইত্যাদিদের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কাজ করেছি। সমস্যার সমাধান করেছি।
তিনি আরো বলেন, 'একটি লোকও না খেয়ে কষ্ট পাবে না। আমাদের সমাজে বিভিন্ন লোক আছে, যারা একটু কাজ করলে তা আবার বাড়িয়ে শোনাতে চায়। তবে আমরা যা দিচ্ছি কেউ যেন না খেয়ে কষ্ট না পায়।
তবে সেক্ষেত্রে কেউ যেন কর্মবিমুখ না হয়ে যায়। নিজের কাজ করে নিজের সমস্যা দূর করতে পারে সেটার ব্যবস্থাও আমরা করেছি। আমরা এমন এক ভাতা দেব যেটা দিয়ে আপনার খাদ্যের ব্যবস্থা করতে পারবেন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে কাজও করতে হবে।'
No comments: