স্পিকারের সাথে আন্তর্জাতিক ফৌজদারী আদালতের ভিকটিম ট্রাস্ট ফান্ডের বোর্ড চেয়ার এর সাক্ষাৎ
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সঙ্গে আন্তর্জাতিক ফৌজদারী আদালতের ভিকটিম ট্রাস্ট ফান্ডের বোর্ড চেয়ার মোটো নগুচি আজ তাঁর হোটেল সুইটে সাক্ষাৎ করেছেন।
স্পিকার বর্তমানে নেদারল্যান্ডের হেগে আবস্থান করছেন।
সাক্ষাৎকালে মোটো নগুচি আন্তর্জাতিক ফৌজদারী অপরাধের শিকার ব্যক্তিরা এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে কিভাবে আইনি সহায়তা পেয়ে থাকেন তা স্পিকারকে অবহিত করেন। স্পীকার অপরাধের
নেদারল্যান্ড থেকে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এর আগে স্পীকার ড. শিরীন চৌধুরী হেগ এ অবস্থিত পীস প্যালেস পরিদর্শন করেন। পীস প্যালেসে আন্তর্জাতিক সালিশ বিষয়ক স্থায়ী আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত অবস্থিত। এ সময় সালিশ আদালতের সিনিয়র লিগ্যাল কাউন্সিল গ্রাথ শোফিল্ড স্পীকারের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে মি. শোফিল্ড সালিশ আদালতের প্রক্রিয়া সম্পর্কে স্পীকারকে অবহিত করেন। উল্লেখ্য বাংলাদেশ এই আদালতেই ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিষয়ক বিরোধ নিষ্পত্তির রায় পেয়েছিল।
পরে স্পীকার নেদারল্যান্ডের সবচেয়ে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান লেইডেন ইউনিভার্সিটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল উপস্থিত ছিলেন।
No comments: