Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিতর্কের মুখে মেয়ের সঙ্গে অমিতাভের বিজ্ঞাপন প্রচার বন্ধ







বিতর্কের মুখে বন্ধ হয়ে গেলো অমিতাভ বচ্চন ও তার মেয়ে শ্বেতা নন্দা অভিনীত বিজ্ঞাপনের প্রচার।
বিজ্ঞাপনটিতে পেনশনের জন্য একব্যক্তির ব্যাংকে ঢুকে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে বেড়ানোর কাহিনি দেখানো হয়েছে। সঙ্গে তার কন্যা। কেরলের একটি গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে সম্প্রতি অমিতাভ বচ্চন এবং শ্বেতা নন্দাকে এভাবেই দেখা গেছে। কিন্তু সেই বিজ্ঞাপনকে ঘিরেই দানা বাধে বিতর্ক।

প্রায় দেড় মিনিটের বিজ্ঞাপনটির গল্পে,  মেয়েকে (শ্বেতা) সঙ্গে নিয়ে পেনশনের জন্যে ব্যাংকে যান একব্যক্তি (অমিতাভ বচ্চন)। তবে পেনশন তুলতে নয়, পেনশন ফেরত দিতে। কারণ একবারের জায়গায়, দু’বার ঢুকেছিল পেনশন। আর সেই পেনশন ফেরত দিতে গিয়েই হয়রানি। শেষ পর্যন্ত ব্রাঞ্চ ম্যানেজারের টেবিলে হাজির হন বাবা আর মেয়ে। টাকা ফেরত নিতে অনেক সমস্যা, তাই টাকাটা বাড়ি ফেরত নিয়ে যেতে বলছিলেন ব্রাঞ্চ ম্যানেজার। আর তখনই রেগে যান ওই ব্যক্তি।
বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছিল ব্যাংক ইউনিয়ন। মূলত এই বিজ্ঞাপনের উপস্থাপনা নিয়েই তাদের যত আপত্তি।

অল-ইন্ডিয়া ব্যাংক অফিসারস কনফেডারেশনসের পক্ষে জানানো হয়, বিজ্ঞাপনে দেশের ব্যাংকগুলোকে খারাপভাবে দেখানো হয়েছে। 
এদিকে গয়না প্রস্তুতকারক সংস্থার কার্যনির্বাহী কর্মকর্তা রামেশ কল্যাণরমণ বলেন,  বিজ্ঞাপনটি দেখে যদি কারও খারাপ লাগে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এখন থেকে সব রকম মিডিয়া থেকে বিজ্ঞাপনটি তুলে নেয়া হলো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply