সরকারের দুই সংস্থার বিবাদে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ সচল হয়েছে বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম। দুপুর ১২টা পর্যন্ত ১৩৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। কাস্টমস ও বিজিবির বৈঠকে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হওয়ায় অচলাবস্থার অবসান হয়।
বেনাপোল বন্দরের সিবিআই নেতা জাবেদই বিল্লাহ জানান, বন্দরে বিজিবির স্থায়ী নজরদারীর প্রতিবাদে কাজ বন্ধ রাখে বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠান। এতে ওয়েব্রিজ থাকে বন্ধ। বন্ধ হয়ে যায় আমদানি রপ্তানিও।
ঢাকায় কাস্টম ও বিজিবির উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, বিজিবি সীমান্ত এলাকায় গতিবিধি রাখবে। কাস্টমসে কোন হস্তক্ষেপ করবে না। এরপরই শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম।
কাস্টমস-বিজিবির বৈঠকে বেনাপোল স্থলবন্দরের অচলাবস্থার অবসান
Tag: world
No comments: