যুদ্ধে যাওয়া নিয়ে ইরানের দেয়া হুমকির বিপরীতে পাল্টা হুঁশিয়ারি জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের কখনো হুমকি দেয়া থেকে বিরত থাকতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
রোববার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, আবারো কোনো হুমকি দেয়া হলে, তার চড়া মূল্য দিতে হবে ইরানকে। এদিকে ইরানি নেতারা মাফিয়া বলে মন্তব্য করেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
একদিন আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, সিংহের লেজ নিয়ে খেলছে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র যুদ্ধে লিপ্ত হলে তা হবে সবচেয়ে বড় যুদ্ধ। আর শান্তি প্রতিষ্ঠা হলে সেটাও হবে সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠার উদাহরণ।
হুমকির চড়া মূল্য দিতে হবে: রুহানিকে ট্রাম্প
Tag: world
No comments: