হজযাত্রার চতুর্থ দিনে জেদ্দার উদ্দেশে আজ ঢাকা ছাড়ছে ১৪টি হজ ফ্লাইট। এরমধ্যে ৬টি বিমান বাংলাদেশ ও ৮টি সাউদিয়া এয়ার লাইন্সের।
১৭ জুলাইয়ের প্রথম হজ ফ্লাইটটি ঢাকা ছেড়েছে রাত ২টা ৪৫মিনিটে। এখন পর্যন্ত ফ্লাইট শিডিউল ঠিক থাকায় হজযাত্রীরা নির্দিষ্ট সময়েই জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়ছেন। আশকোনা হজ ক্যাম্পে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হজযাত্রীরা স্বস্তির কথাই জানাচ্ছেন। রোববার পর্যন্ত ৩২টি ফ্লাইটে মোট ১০ হাজার ৮৭৫ জন যাত্রী বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলায়েন্সে সৌদি আরব পৌঁছেছেন।
এদিকে, ১ লাখ ২৬ হাজার ৭৯৮ হজযাত্রীর মধ্যে ভিসার আবেদন পড়েছে প্রায় ৪৫ হাজার। ভিসার ধীরগতির জন্য হাব দায়ী করছে সৌদি আরবের মোয়াচ্ছাসা অফিসকে। তবে ১৫ আগস্টের মধ্যে সব ভিসা হয়ে যাবে বলে আশা মহাসচিবের।
এদিকে এবার হজযাত্রায় প্রায় ১৩ হাজার টিকিট বিক্রি না হওয়ায় ১৪৪ এজেন্সিকে তলব করেছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার ৫৬ এজেন্সির পর আজ যাচ্ছে ৮৮টি এজেন্সি।
আজ ঢাকা ছাড়ছে ১৪ হজ ফ্লাইট
Tag: others
No comments: