'হামাসকে রুখতে সচেষ্ট ইসরাইলি বাহিনী'
হামাসেকে রুখে দিতে ইসরাইলি বাহিনী সক্ষম হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। সেইসঙ্গে, ফিলিস্তিনিরা আবারও বিক্ষোভে নামলে তাদের কড়া মাশুল গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসরাইলি বাহিনীর গুলিতে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সহায়তায় কাজ করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, শিগগিরই রেড ক্রসের দুটি প্রতিনিধিদল গাজা সীমান্তে আহতদের চিকিৎসায় কাজ শুরু করবে। এদিকে, অধিকৃত পশ্চিম তীরে নতুন করে আরও ২ হাজার ৭০টি বসতি নির্মাণের সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে ইসরাইলি প্রশাসন।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বৃহস্পতিবার তুরস্কের ইস্তাম্বুলে বিক্ষোভ নামে হাজারো মানুষ। ইসরাইলি সেনাবাহিনীর হাতে ফিলিস্তিনের সমর্থক ১০ তুর্কি নাগরিক হত্যার অষ্টমবর্ষপূর্তিতে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
একই দিন ইসরাইলি সেনাবাহিনীর গুলিতে আহত ১৩ হাজারের বেশি ফিলিস্তিনির স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। গাজা সীমান্তে আহতদের চিকিৎসায় দ্রুতই রেড ক্রসের বিশেষ দু'টি প্রতিনিধিদল ফিলিস্তিন যাচ্ছে বলে জানায় সংস্থাটি।
রবার্ট মারডিনি (মধ্যপ্রাচ্যের আঞ্চলিক কর্মকর্তা, রেড ক্রস) বলেন, আমাদের প্রধান লক্ষ্য গুলিতে আহত ফিলিস্তিনিদের সারিয়ে তোলা। ১৩শ ৫০ জনের মতো এমন রয়েছেন যাদের একাধিক অস্ত্রপচার করা দরকার। সব মিলিয়ে ৪ হাজার অস্ত্রপচারের প্রয়োজন হবে; যার পুরো দায়িত্বই নিয়েছে রেড ক্রস।
তবে, আন্দোলনে নামলেই ফিলিস্তিনিদের চড়া মাশুল গুনতে হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, হামাস সন্ত্রাসীদের লক্ষ্য করেই আমাদের সেনাবাহিনী হামলাগুলো চালিয়েছে। এখন পর্যন্ত তাদের কড়া জবাব দিতে আমরা সক্ষম হয়েছি। এর পর থেকে তারা আন্দোলনে অংশ নিলে তাদের আরও চড়া মূল্য দিতে হবে।
এ অবস্থায় অধিকৃত পশ্চিম তীরে আরও দুই হাজার ৭০টি নতুন বসতি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে দেড় বছরে পশ্চিম তীরে সাড়ে ১৪ হাজারেরও বেশি বসতি নির্মাণ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ
'হামাসকে রুখতে সচেষ্ট ইসরাইলি বাহিনী'
Tag: world
No comments: