সুইডেনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী পালন
সুইডেনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী পালন।
এস এম আইনুল হক ইউরোপ প্রতিনিধি।।
বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭ তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আলোচনাসভা,দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বৃহষ্পতিবার সুইডেনের স্টকহোমে ইন্ডিয়া গার্ডেন রেস্তোরাঁয় সুইডেন শাখা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুইডেন শাখা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি জনাব রেজাউল করীম শিশির।
বিএনপির নেতা মাহমুদুল হক হিমুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডেন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল আবেদীন মোহন, বিএনপির নেতা ড তারেক মাহফুজ, মাহবুব হাসান শাহীন,কে এম কানন, রুহুল আমিন বিল্লাল, মহিউদ্দীন আহমেদ বাদল,আরশাদ খাঁন টুটুল, তারেক মাহমুদ প্রমুখ।
সভাপতি রেজাউল করীম শিশির বক্তব্য কালে বলেন দেশ ওবিদেশে জাতীয়তাবাদী শক্তির সকলকে ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অবৈধ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ গ্রহন করবে এবং সেই নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে দোয়া এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
Tag: Zilla News
No comments: