সুয়ারেজ-কাভানিকে ঘিরে উরুগুয়ের বিশ্বকাপ ছক
বার্সেলোনার লুইস সুয়ারেজ ও পিএসজির এডিনসন কাভানিকে কেন্দ্রে রেখে বিশ্বকাপ ছক সাজিয়েছে উরুগুয়ে। শনিবার রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল দিয়েছে লাতিন আমেরিকার দেশটি।
দুই অভিজ্ঞ তারকার সঙ্গে জুভেন্টাসের রদ্রিগো বেনটানকুর, সাম্পোদরিয়ার মিডফিল্ডার লুকাস টোরেইরা, সেল্টা ভিগোর ম্যাক্সিমিলিয়ানো গোমেজের মত তরুণদের ওপর ভরসা রেখেছেন কোচ অস্কার তাবারেজ।
গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা, ডিফেন্ডার মার্টিন ক্যাসিরেস, ডিয়েগো গডিনের মত অভিজ্ঞরা তো আছেনই তাবারেজের দলে জ্বালানি দিতে।
২০১৪ ব্রাজিল বিশ্বকাপে খেলা ১১জন আছেন রাশিয়াগামী স্কোয়াডে। আট বছর আগে সাউথ আফ্রিকা বিশ্বকাপে যেবার সেমিতে গেছে উরুগুয়ে, সেই দলেরও ৭জন আছেন।
১৫ জুন মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে উরুগুয়ের বিশ্বকাপ মিশন। গ্রুপে তাদের অন্য সঙ্গী সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া। আসছে শুক্রবার প্রীতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের শেষবার ঝালিয়ে নিতে নামবে তাবারেজের দল।
উরুগুয়ের ২৩ সদস্যের দল
গোলরক্ষক: ফের্নান্দো মুসলেরা, মার্টিন সিলভা, মার্টিন ক্যাম্পানা
ডিফেন্ডার: ডিয়েগো গডিন, সেবাস্টিয়ান কোয়েটেস, হোসে মারিয়া গিমেনেজ, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গাসটন সিলভা, মার্টিন ক্যাসিরেস, গুইর্লেমো ভ্যালেরা
মিডফিল্ডার: নাহিতান ন্যানডেজ, লুকাস টোরেইরা, মাটিয়াস ভেসিনো, রদ্রিগো বেনটানকুর, কার্লোস সানচেজ, ক্রিস্টিয়ান রদ্রিগুয়েজ, ডিয়েগো ল্যাক্সার্ট, গিওর্গিয়ান ডে এরাসকেইটা, জোনাথান উর্রেটাভিসকায়া
ফরোয়ার্ড: ম্যাক্সিমিলিয়ানো গোমেজ, ক্রিস্টিয়ান স্টুয়ানি, এডি
সুয়ারেজ-কাভানিকে ঘিরে উরুগুয়ের বিশ্বকাপ ছক
Tag: games
No comments: