‘উৎসমুখ বন্ধ না হলে মাদক নির্মূল কঠিন’--চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার
‘উৎসমুখ বন্ধ না হলে মাদক নির্মূল কঠিন’--চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার
উৎসমুখ বন্ধ না হলে মাদক নির্মূল করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইকবাল বাহার। শনিবার (০২ জুন) সকালে নগরীর লালদীঘিতে ধ্বংস করা হয়েছে বিপুল পরিমাণ জব্দকৃত মাদকদ্রব্য। এদিকে, সারাদেশে মাদকবিরোধী অভিযানে আজও আটক করা হয়েছে তিন শতাধিক ব্যক্তিকে।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে দেশব্যাপী চলছে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান। প্রতিদিন আটক করা হচ্ছে মাদক ব্যবসায়ীসহ জড়িতদের, জব্দ করা হচ্ছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য।
শনিবার সকালে চট্টগ্রামের লালদিঘী এলাকায় বিভিন্ন মাদকের আস্তানা থেকে জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করে মেট্রোপলিটন পুলিশ। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১৫ লাখ ইয়াবা এবং বিপুল পরিমাণ গাঁজা। পরে পুলিশ সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার সাংবাদিকদের বলেন, মাদক নির্মূলে এর শেকড়কে ধ্বংস করার চেষ্টা করছে পুলিশ।
এদিকে রাজধানীর পল্লবিতে অভিযানে নামে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এসময় সাত চিহ্নিত মাদক ব্যবসায়ীসহ ২৭ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জব্দ করা হয় মাদকদ্রব্য। তবে গণমাধ্যম কর্মীদের কাছে আটকৃতদের পরিচয় ও ছবি দিতে রাজি হয়নি পুলিশ।
এদিকে, দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্যসহ দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। শুক্রবার রাতে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়ার তিস্তা নদীর বিভিন্ন চরে ব্লক রেইড দেয় পুলিশ। অভিযানে তালিকাভুক্ত ৭ মাদকব্যবসায়ীসহ ২৬ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়া, রাতভর মাদক বিরোধী অভিযানে রাজশাহীতে ৪৩, গাজীপুরে ২১ ও নওগাঁয় ১৮ জনসহ দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসা নির্মূলে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।
No comments: