Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » আস্থা ভোটে হেরে পদত্যাগ স্পেনের প্রধানমন্ত্রীর




মাদ্রিদ: বড়সড় দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আস্থা ভোট, সেখানেই হেরে গেলেন স্পেনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়৷ নতুন প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতা নিচ্ছেন বিরোধী দলের প্রধান মুখ স্যোশালিস্ট নেতা পেদ্রো সানচেজ। শনিবারই তিনি শপথ নিতে পারেন। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা পিপলস পার্টি বা পিপি-র বিরুদ্ধে দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগ আনা হয়৷ এই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী রাখয়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন স্যোশালিস্ট ওয়ার্কার্স পার্টি বা পিএসওই নেতা সানচেজ। ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেন ১৮০ জন এমপি, বিপক্ষে পড়ে ১৬৯ ভোট এবং একজন ভোটদানে বিরত ছিলেন। অন্যদিকে, বিরোধী দলনেতা সানচেজ বৃহস্পতিবারই অনাস্থা প্রস্তাবের পক্ষে ছটি ছোট দলের সমর্থন পেয়ে যান৷ ফলে তাকে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করা ছিল শুধু সময়ের অপেক্ষা৷ তাঁর পক্ষে ছিল প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা৷ শুক্রবার অনাস্থা ভোটাভুটির আগে তিনি বলেন, দেশে বৈপ্লবিক বদল আসতে চলেছে৷ ন্যায়ের পক্ষে ভোট দেবেন মানুষ৷ স্পেনের গণতন্ত্রে এক নতুন অধ্যায় শুরু হবে৷ রাখয় পদচ্যুত হওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে স্পেনের রাজনৈতিক মহলে৷ আগামী সপ্তাহেই মন্ত্রিসভা গঠন করতে পারে বর্তমান বিরোধী দল৷ তবে ৩৫০ আসনের পার্লামেন্টে মাত্র ৮৪ আসন থাকায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা চ্যালেঞ্জ সানচেজ সরকারের কাছে৷ নানা ভাবে সরকারি তহবিল তছরূপের অভিযোগ ওঠে রাখয়ের দলের বিরুদ্ধে৷ ফলে তাদের পতন প্রত্যাশিত ছিল বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ এছাড়াও আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়ায় দলটিকে ২ লাখ ৯০ হাজার ডলার জরিমানা করা হয়। এরপরেই প্রধানমন্ত্রী রাখয়ের পদত্যাগ করার দাবি ওঠে৷ তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply