শহীদ ফিলিস্তিনি নার্সের জানাযায় হাজার হাজার মানুষের অংশগ্রহণ
শনিবার গাজায় রাজানের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়
শনিবার গাজায় রাজানের জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনি নার্সের জানাযার নামাজে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছেন।
ইসরাইল বিরোধী আহত ফিলিস্তিনি বিক্ষোভকারী জনতাকে চিকিৎসা সেবা দিতে গিয়ে শুক্রবার নিজেই ইহুদিবাদী সেনাদের পাশবিকতার শিকার হন ২১ বছর বয়সি ফিলিস্তিনি নার্স রাজান আল-নাজ্জার। গাজার খান ইউনিস সীমান্তে ইসরাইলি স্নাইপাররা রাজানকে লক্ষ্য করে গুলি করলে তিনি শাহাদাতবরণ করেন।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জাওয়াদ আওয়াদ এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করেছেন। তিনি ফিলিস্তিনি জনগণের সমর্থনে অবিলম্বে পদক্ষেপ নিতে বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানবতার সেবায় নিজের ছোট্ট জীবনকে অতিবাহিত করেছেন রাজান (ফাইল ছবি)
গত ৩০ মার্চ থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসী ফিলিস্তিনি জনগণ তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখিয়ে আসছেন। তারা গাজার ওপর থেকে ইহুদিবাদী ইসরাইলের অবরোধ পুরোপুরি তুলে নেয়ারও দাবি জানাচ্ছেন।
ফিলিস্তিনিদের এই শান্তিপূর্ণ বিক্ষোভ লক্ষ্য করে ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলায় এ পর্যন্ত অন্তত ১২০ ফিলিস্তিনি শহীদ হওয়া ছাড়াও ১৩ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন।#
Tag: world
No comments: