টঙ্গীতে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক
টঙ্গীর গাজীপুরা এলাকা থেকে ১৫০০পিস ইয়াবাসহ মিরাজ মিয়া (২৭) নামে এক যুবককে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গাজীপুরা শালিকচূড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক মিরাজ মিয়া মাদারীপুর জেলার মাদারীপুর থানার শংকরদী গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এএসআই) মো. আব্দুল হামিদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টা ৩০মিনিটের দিকে আমরা জানতে পারি গাজীপুরা শালিকচূড়া এলাকায় মাদক কেনাবেচা চলছে। এরপর টঙ্গী মডেল থানার ওসি কামাল হোসেনের নেতৃত্বে ফোর্স নিয়ে এলাকা ঘেরাও দিয়ে হাতেনাতে শীর্ষ মাদক ব্যবসায়ী মিরাজকে ১৫০০পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়।
টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী মিরাজ মিয়ার নামে একাধিক অভিযোগ রয়েছে। তার নামে টঙ্গী থানায় মাদক মামলা দিয়ে গাজীপুর জেলে প্রেরণ করা হয়েছে।
টঙ্গীতে ১৫০০ পিস ইয়াবাসহ যুবক আটক
Tag: others Zilla News
No comments: