Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিদ‍্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীনের ৮১ তম মৃত্যুবার্ষিকী।




 এস এম আইনুল হক।। উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক সমাজ সংস্কারক, বহু গ্রন্থের প্রণেতা, কাব্যনিধি, ভাষাবিদ পণ্ডিত বিদ‍্যাবিনোদ মুন্সী শেখ জমিরুদ্দীন মেহেরপুর জেলার গাংনী থানার গাঁড়াডোব গ্রামে ১৮৭০ সালে ২৯ জানুয়ারী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ১৯৩৭ সালে ২জুন গাঁড়াডোবের নিজ বাসগৃহে ৬৭ বছর বয়সে পরলোকগমন করেন। মুন্সী শেখ জমিরুদ্দীনের বিদ‍্যা শিক্ষার হাতেখড়ি গ্রামের পাঠশালার গুরু মহাশয়ের নিকটে।বিদ‍্যা শিক্ষার প্রতি তাঁর ছিল প্রবল ইচ্ছা, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে জমিরউদ্দিন এলাহাবাদের সেণটপলস ডিভিনিটি কলেজ থেকে ( BTH বা Bachelor of Theology ) কৃতিত্বের সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে (HGR বা Higher Grade Reade) পাঠক রত্ন উপাধি অর্জন করেন। বাংলা, ইংরেজি, আরবি,ফারসী, উর্দু ,হিন্দি ,গ্রীক, হিব্রু সহ ১৪ টি ভাষায় তাঁর বুৎপত্তি ছিল। তাঁর ইংরেজি ভাষায় দক্ষতা ছিল উল্লেখ করার মতো। তিনি Glory of islam সহ নানা রকম গ্রন্থ ইংরেজিতে লিখেছেন। বিশেষ করে তাঁর লেখা বিভিন্ন প্রবন্ধ তৎকালীন সময়ে Asiatie quartery Review,Islam in Africa,ST James Gazette of London পত্রিকায় প্রকাশিত হতো। মুন্সী শেখ জমিরুদ্দীনের গ্রন্থ রচনার সঠিক সংখ্যার হদিস আজকের দিনে পাওয়া খুবই দুস্কর। খৃষ্টান ধর্মের পণ্ডিত বা মিশনারিরা যখন মুসলিম ধর্ম এবং হজরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্রের উপর আঘাত দিয়ে ওঅপব্যাখ্যা করে প্রচার প্রচারণা চালাতো ঠিক তখন মুন্সী জমিরউদ্দিন খৃষ্টান ধর্ম তথা মিশনারিদের বিরুদ্ধে ১০৮ পুস্তক প্রকাশ করেন। এ ছাড়াও জমিরুদদীনের সাহিত্যকে বিষয় ভিত্তিতে এই ভাবে শ্রেনী বিন্যাস করা সম্ভব:(১) জীবনী মুলক সাহিত্য (২) অনুবাদ সাহিত্য (৩) কবিতা ও গজল(৪) ভ্রমন সাহিত্য(৫) ইসলামের ইতিহাস ও ঐতিহ্য (৬) শিক্ষা ও সমাজ সংস্কারক বা কল‍্যানমুলক রচনাবলী (৭) বিধর্মীদের আক্রমণের বিরুদ্ধে রচিত গ্রন্থাবলী(৮) ধর্মতত্ত্ব ও বিতর্কমুলক রচনা(৯) সৃষ্টি ধর্মী রচনা এবং (১০) বিবিধ রচনা। গদ্য সাহিত্যের পথপ্রদর্শকের মধ্যে জমিরউদ্দিন ছিলেন অন‍্যতম একজন। খৃষ্টান মিশনারিদের সঙ্গে মুসলিম ধর্মের সত‍্যতা তুলে ধরে তর্ক - বিতর্কে অংশ গ্রহণ করতে হয়েছে। এ সময় কালে জমিরউদ্দিনের কাছে ১৩০৪২ জন্ খৃষ্টান মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। জমিরউদ্দিন বিভিন্ন ভাষায় বক্তৃতা করায় উপমহাদেশে একজন খ্যাতিমান বক্তা হিসেবে সুনাম অর্জন করেছেন।লিখনীর মাধ্যমে বাংলার মুসলমানদের অর্থ সামাজিক ও ধর্মীয় অবস্থা রোধে জাগিয়ে তুলতে গিয়ে যারা অগ্রণী ভূমিকা রেখেছিলেন তাঁদের মধ্যে মুন্সী শেখ জমিরুদ্দীনের নাম বিশেষ ভাবে স্মরনীয়। বাংলার মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের আন্দোলনে জমিরউদ্দিন ছিলেন অন‍্যতম নেতৃ্ পুরুষ। তিনি ঘুমন্ত বাঙ্গালী মুসলিম জাতিকে লিখনির মাধ্যমে জাগিয়ে তুলতে গিয়ে সাহিত্যকে অঙ্গনে নীজেকে ঠাঁয় করে নিয়েছেন। মুন্সী শেখ জমিরুদ্দীন যার বিরুদ্ধে সংগ্রাম করে গেছেন সে প্রেক্ষাপট আজ বিদ‍্যমান না থাকলেও সমাজ জীবনের ক্রান্তিকালে এক ঐতিহাসিক ভূমিকা পালনের কারণে তাঁকে স্মরণ করার প্রয়োজনীয়তা আজও ফুরিয়ে যায়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply