Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ফরাসি ওপেন থেকে বিদায় টেনিস সুন্দরীর




প্যারিস: রোলাঁ গারো থেকে ছিটকে গেলেন পেত্রা কিতোভা৷ শনিবার তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টেনিস সুন্দরীকে স্ট্রেট সেটে (৭-৬, ৭-৬) হারান ইস্তোনিয়ার অ্যানেট নটাভেট৷ সেই সঙ্গে থেমে গেল কিতোভার টানা ১৩ ম্যাচ জয়ের ধারা৷ কিতোভা বিদায় নিলেও সামান্থা স্টসুরকে হারিয়ে ফরাসি ওপেনে মহিলা সিঙ্গলসের শেষ ষোলোয় পৌঁছন গারবিন মুগুরুজা৷ অষ্টম বাছাই কিতোভা ইস্তোনিয়ান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শুরুটা দারুণ করেছিলেন৷ প্রথম সেটে ৩-১ এগিয়ে থেকে ৩-৫ পিছিয়ে পড়েন চেক টেনিস সুন্দরী৷ শেষ পর্যন্ত টাইব্রেকে প্রথম হাতছাড়া হয় কিতোভার৷ দ্বিতীয় সেটে নটাভেট শুরুটা দারুণ করেন৷ কিন্তু ৫-৫ করে লড়াইয়ে ফেরেন দু’বারে উইম্বলডন চ্যাম্পিয়ন৷ কিন্তু ২৫তম বাছাই ইস্তোনিয়ান খেলোয়াড় দ্বিতীয় সেটও টাইব্রেকারে জিতে ফরাসি ওপেনের শেষ ষোলোয় পৌঁছন৷ - এর আগে স্প্যানিশ মহিলা মুগুরুজা স্ট্রেট সেটে (৬-০,৬-২) অস্ট্রেলিয়ান প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ফরাসি ওপেনের প্রি-কোয়ার্টারে পৌঁছন৷ তৃতীয় বাছাই মুগুরুজা শুরু থেকে আধিপত্য বজায় রাখেন৷ অস্ট্রেলীয় প্রতিদ্বন্দ্বী স্টসুর প্রথম সেটে মাত্র ১০ পয়েন্ট নিতে সক্ষম হন৷ ৬-০ তাঁকে হারিয়ে এগিয় যান মুগুরুজা৷ কিন্তু ২০১০-এর রোলাঁ গারো ফাইনালিস্ট স্টসুর দ্বিতীয় সেটে লড়াইয়ের চেষ্টা করেন৷ ০-২ পিছিয়ে থেকে ২-২ করেন স্টসুর৷ কিন্তু এটুকুই৷ বাকি ম্যাচে আধিপত্য বজায় রেখে সেট ও ম্যাচ পকেটে পুরে নেন ২০১৬ রোলাঁ গারো চ্যাম্পিয়ন৷ স্টসুরকে স্ট্রেট সেটে হারিয়ে মুগুরুজা বলেন, ‘স্টসুর কঠিন প্রতিদ্বন্দ্বী৷ গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন এবং ২০১০-এর রোলাঁ গারো ফাইনালিস্ট৷ জানতাম সেরাটা দিতে না-পরালে জেতা সম্ভব নয়৷ এই কোর্ট ছয়-সাত বছর বয়স থেকে দেখছি৷ এখানে খেলাটা আমার কাছে সবসময় স্পেশাল৷’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply