Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিরিয়ায় হামলা হলেই ‘DANGEROUS’ ফল ভুগবে মার্কিন সেনা






সিরিয়ায় হামলা হলেই ‘DANGEROUS’ ফল ভুগবে মার্কিন সেনা


মস্কো: সমঝে চলার হুমকি৷ সেই হুমকি এসেছে ক্রেমলিন থেকে৷ রাশিয়া জানিয়েছে, সিরিয়ার মাটিতে কোনওরকম হামলা হলেই মার্কিন সরকার বুঝবে ডেঞ্জারাস পরিস্থিতি কী হতে পারে৷ সেক্ষেত্রে সমঝে চলুন ট্রাম্প৷ কারণ তাঁর একটি নির্দেশে রুশ-মার্কিন সংঘর্ষ বেধে যেতে এক মুহূর্ত দেরি হবে না৷

বিবিসি জানাচ্ছে এই খবর৷ রাষ্ট্রসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে এই খবর জানানো হয়েছে৷

এদিকে রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানাচ্ছে, সিরিয়ার মাটিতে যে কোনওরকম আমেরিকান হামলা রুখতে প্রস্তুত নৌবাহিনী৷ ভূমধ্যসাগরে বিশেষ অবস্থান নিয়েছে তারা৷

বৃহস্পতিবার একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয়, সিরিয়ার উপকূলের দিকে যাত্রা শুরু করেছে মার্কিন নৌবহর৷ ওয়াশিংটন পরে বার্তা দিয়ে এর সত্যতা জানিয়ে দেয়৷ তারপরেই রাশিয়ার নৌবহরও ভূমধ্যসাগরে বিশেষ অবস্থান নিয়ে ফেলে৷

শনিবার বিবিসি-র খবর, সিরিয়ায় রাসায়নিক হামলার বিষয়ে কি করা হবে সেই সিদ্ধান্ত “শীঘ্রই” নেয়া হবে৷ এমনই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প৷ উল্টো দিকে সিরিয়ার বন্ধুরাষ্ট্র রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাবি, সমঝে চলুক আমেরিকা৷ না হলে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়ে ফেলবে৷ ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সমর্থন করেছে ইংল্যান্ড ও ফ্রান্স৷ আর সিরিয়া-রাশিয়ার পক্ষে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ৷ সবমিলে তীব্র আলোড়ন ছড়িয়েছে বিশ্বজুড়ে৷

সিরিয়ার মাটিতে চলছে গৃহযুদ্ধ৷ এতে দেশটির সরকার তথা প্রেসিডেন্ট বাসার আল আসাদের বিরুদ্ধে বিদ্রোহীদের এলাকায় বারবার রাসায়নিক হামলার অভিযোগে বিদ্ধ৷ বিভিন্ন সংস্থার রিপোর্ট, মুখে স্বীকার না করলেও আসাদের বাহিনী ঘৌটা এলাকার দৌমা শহরে কেমিক্যাল অ্যাটাক চালায়৷ তাতে নিহত বহু৷ এর আগেও ঘৌটায় রাসায়নিক হামলা হয়েছে৷ যদিও সিরিয়া সরকার এই দাবি মানতে নারাজ৷ রাশিয়াও তাদের পাশে আছে৷ এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ার সরকার বিরোধী গোষ্ঠীকে সমর্থন দিয়ে চলেছে৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply