এসডিজি বাস্তবায়ন হলে দেশে কোন হতদরিদ্র থাকবেনা ---বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকায় রপ্তানি বৃদ্ধির পাশাপাশি এসডিজি বাস্তবায়ন হলে দেশে কোন হতদরিদ্র থাকবেনা। এ সময় বিনিয়োগকারীদের স্বল্প সময়ে ওয়ান স্টপ সার্ভিস সেবা দেয়া যাচ্ছে না উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার আগে থেকে শিল্পায়ন শুরু হলেও এখনোও মৌলিক শিল্পায়ন হচ্ছেনা।
চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে: অ
দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাওয়ায় অর্থবছর শেষে প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। নারায়ণগঞ্জে মেঘনা ইকোনমিক জোন ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সরকারের সহযোগিতা অব্যাহত থাকলে আরো কয়েকটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পরিকল্পনার কথা জানান মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। একই অনুষ্ঠানে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করায় রপ্তানি লক্ষ্যমাত্রাও অর্জন হওয়ার প্রত্যাশা করেন বাণিজ্যমন্ত্রী।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা কর্তৃক নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে সর্বপ্রথম ২০১৬ সালে বেসরকারি দুটি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স পায় মেঘনা গ্রুপ। এর প্রায় দু বছর পর আনুষ্ঠানিকভাবে ৮টি শিল্প প্রতিষ্ঠানের উদ্বোধন করে মেঘনা অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। শনিবার সকালে এসব প্রতিষ্ঠান ও উৎপাদিত পণ্য পরিদর্শনে আসেন অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, রেলমন্ত্রী, এসডিজি বাস্তবায়নে মুখ্য সচিব, বেজা চেয়ারম্যানসহ শীর্ষ ব্যবসায়ীরা।
পরিদর্শন শেষে মেঘনা ইকোনমিক জোনে ৫টি ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ৩টি শিল্প প্রতিষ্ঠানের ফলক উন্মোচন করেন অতিথিরা।
এরপর আলোচনা অনুষ্ঠানে যোগ দেন অতিথিরা। উদ্বোধনী বক্তব্যে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান বলেন, আগামীতে আরো তিনটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে কর্মসংস্থান বাড়ানো হবে।
দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত থাকলে চলতি অর্থবছর ৭ দশমিক ৫ এবং আগামী অর্থবছর ৭ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশার কথাও জানান অর্থমন্ত্রী।
No comments: