সারাদেশে সব কোচিং সেন্টার বন্ধ
এসএসসি পরীক্ষায় বন্ধ করা সম্ভব না হলেও, এইচএসসি পরীক্ষা সামনে রেখে সারাদেশে বন্ধ রয়েছে কোচিং সেন্টারের কার্যক্রম।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে বিভাগীয় শহরগুলোসহ দেশের বিভিন্নস্থানে সবগুলো কোচিং সেন্টারে ঝুলিয়ে দেয়া হয়েছে বন্ধের নোটিশ।
কোচিং সেন্টার কার্যক্রম বন্ধের নির্দেশনা ফলপ্রসূ করতে হলে, স্কুল কলেজে শতভাগ পাঠদান কার্যক্রম নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিভাবকরা।
এদিকে, পরীক্ষা চলাকালীন কোথাও যেন গোপনে, কেউ কোচিং সেন্টার চালু করতে না পারে সেজন্য প্রশাসনের কঠোর নজরদারি থাকবে।
এসময় অভিভাবক বলেন, সরকার নকল ও প্রশ্নফাঁস বন্ধে কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত খুব ভাল নিয়েছে।
জব সল্যুশন কোচিং সেন্টার পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, 'আমরা ছাত্রছাত্রীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দিয়েছি। পরবর্তীতে জন্য প্রজ্ঞাপন উঠিয়ে নেয়া হবে তখন আবার চালু করা হবে।'
সারাদেশে সব কোচিং সেন্টার বন্ধ
Tag: Zilla News
No comments: