Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ম্যাচ চলাকালীন সোমালিয়ায় স্টেডিয়ামে বিস্ফোরণ, মৃত একাধিক ফুটবল সমর্থক





  ম্যাচ চলাকালীন সোমালিয়ায়  স্টেডিয়ামে বিস্ফোরণ, মৃত একাধিক ফুটবল সমর্থক

মোগাদিসু: ভিড়ে ঠাসা ফুটবল স্টেডিয়ামে বিস্ফোরণ৷ তার জেরে পাঁচ ফুটবল সমর্থকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স৷ জখম বহু৷ তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে সোমালিয়ায়৷

আরও পড়ুন: ইরাকে প্রবল বিস্ফোরণের বলি ১০

বিস্ফোরণের পিছনে উঠে আসছে আল কায়েদা সমর্থিত অল-সাবাব জঙ্গি সংগঠনের৷ তারা যথারীতি বিস্ফোরণের দায় স্বীকারও করেছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্যান্ডি স্ট্যাডিয়ামের ভিতর বোমটি রাখা ছিল৷ তখন স্থানীয় দুটি ক্লাবের মধ্যে ম্যাচ চলছিল৷ তখনই ফাটে বোমাটি৷ তাতে পাঁচ ফুটবল সমর্থকের মৃত্যু ও আট জন গুরুতর জখম হয়েছে৷ জখমদের প্রত্যেকেরই অবস্থা শঙ্কটজনক বলে জানিয়েছে সেখানকার সংবাদমাধ্যম৷


সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এর আগেও বহু হামলা চালিয়েছে ওই জঙ্গি সংগঠন৷ গত বছর অক্টোবর মাসে বোমা বিস্ফোরণে ৫১২ জনের মৃত্যু হয়৷ যা এখনও অবধি সোমালিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা৷ একসময় বারাউইয়ে অল-সাবাব সংগঠনের প্রভাব ছিল যথেষ্ট৷


পরে তাদের সেখান থেকে উৎখাত করে সেদেশের সেনা৷ তাদের দখলে থাকা এলাকায় যেকোন ধরনের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করা থাকে৷ এখনও সোমালিয়ার বেশ কিছু এলাকায় তাদের প্রভাব দেখা যায়৷ বিশেষ করে নিম্ন শাবেলে অঞ্চলে৷ এই অঞ্চলে এখনও নাশকতামূলক কাজ চালিয়ে যাচ্ছে অল-সাবাব৷
  
  






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply