খালেদা জিয়ার বড় কোন অসুস্থতা পাওয়া যায়নি'--স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
খালেদা জিয়ার বড় কোন অসুস্থতা পাওয়া যায়নি'--স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ভোট চাওয়া নিয়ে সমালোচনা না করে বিএনপিকে জনগণের কাছে ভোট চাওয়ার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চেকআপের পর বেগম খালেদা জিয়ার বড় কোন অসুস্থতা পাওয়া যায়নি।
মোহাম্মদ নাসিম বলেন, 'খালেদা জিয়া জেলে আছেন, সেটা আমরা চাইনি। তিনি কারাগারে থাকুক আমরা কেউই তা চাইনি। তিনি আদালতের নির্দেশেই গেছেন। কারাগারে থাকা সুখের কিছু নয়। আমরাও কারাগারে থেকেছি। খালেদা জিয়ার সময়ও একাধিকবার আমরা জেলখানায় অবস্থান করেছি। আমি সকালে আমার বিবিকে বলছিলাম যে, সাবেক একজন প্রধানমন্ত্রী জেলে আছেন।'
তিনি আও বলেন, 'এটা খুবই দুঃখজনক। তার অসুস্থ হওয়ার ঘটনায় আমরা সবসময় সমবেদনা দেখিয়েছি। দুদিন আগে ঢাকা সিভিল সার্জেনের নেতৃত্বে একটি তিনজনের টিম তাকে দেখতে গিয়েছেন। তার সঙ্গে দেখা করেছেন। আজকেও তারা আমার নির্দেশেই তাকে কারাগারে দেখা করবেন। তাহলে আমরা চাই না তিনি খারাপ থাকুক। আমি যতটুকু খবর পেয়েছি, তিনি সুস্থ আছেন।
মন্ত্রী বলেন, তার কিছু উপসর্গ আগে থেকেই ছিল। হয়ত ওগুলোই একটু বৃদ্ধি পেয়েছে। তার এসবের ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি কারাবন্দি আছেন, এ ব্যাপারে আমাদের হাতে কিছু নেই। সরকারের কোন প্রতিহিংসা নেই।'
মোহাম্মদ নাসিম বলেন, 'আমরা ভোট কেন চাইবো না? সবারই অধিকার আছে ভোট চাওয়ার। বিএনপিরাও ভোট চাইতে পারে। আমাদের কোন সমস্যা নেই। আমরা সারা বছর ভোট চাইতে পারি।'
No comments: