Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইরাকে প্রবল বিস্ফোরণের দশ জনের মৃত্যু





ইরাকে প্রবল বিস্ফোরণের বলি ১০



বাগদাদ: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল ইরাক৷ অন্তত দশ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ একই সঙ্গে ১৪ জন মতো জখম হয়েছে৷ তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর৷

আরও পড়ুন: সিরিয়া ইস্যুতে রুশ-মার্কিন সংঘর্ষের সম্ভাবনা উসকে দিলেন পুতিন

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর ইরাকের শিরকত এলাকায় ঘটে বিস্ফোরণটি৷ এলাকাটি সুন্নি মুসলিম অধ্যুষিত৷ সেই সময় তিন সুন্নি মুসলিমের অন্তোষ্টিক্রিয়ায় সামিল হয়েছিলেন বহু মানুষ৷ তখনই বিস্ফোরণটি ঘটে৷ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় অনেকের দেহ৷ দেহাংশগুলি রাস্তায় পড়ে থাকতে দেখা যায়৷ বিস্ফোরণে তৎক্ষণাত দশ জন মানুষের মৃত্যু হয়৷ জখম হয় বহু মানুষ৷



এই ঘটনার পিছনে ইসলামিক স্টেটের নাম উঠে আসছে৷ কেননা ইরানে ইসলামিক স্টেটের জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে সরকারের মদত রয়েছে ট্রাইবাল মোবিলাইজেশন ফোর্সের৷ এই ফোর্সের যোদ্ধারা সুন্নি মুসলিম৷ আইএস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে এই তিন সুন্নি মুসলিম প্রাণ হারিয়েছিল৷ তাদেরই অন্তোষ্টি ক্রিয়ায় সামিল হয় বহু মানুষ৷ জানা গিয়েছে, জঙ্গিরা কবরস্থানের পাশে বিস্ফোরকটি রেখে দেয়৷ কবর দেওয়ার সময় ফেটে যায় বিস্ফোরকটি৷








«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply