Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » নাটকীয় থ্রিলারের শেষ হাসি হাসল হায়দরাবাদ





  নাটকীয় থ্রিলারের শেষ হাসি হাসল হায়দরাবাদ


হায়দরাবাদ: পরতে পরতে থ্রিলার ড্রামা৷ মুম্বই বনাম হায়দরাবাদ ম্যাচকে এককথায় এইভাবেই ব্যাখ্যা করা যেতে পারে৷


মুম্বইয়ের ১৪৮রান তাড়া করতে নেমে পরপর উইকেট ছুঁড়ে দিয়ে একসময় এসে ম্যাচ খোয়াতে বসেছিল টিম হায়দরাবাদ৷ মারাঠা দলের পেস বিভাগে আঁটোসাঁটো বোলিংয়ে সামনের বেকায়দায় পরে অল্পরানে ডাগআউটে ফিরে যান উইলিয়ামসন- ইউসুফের মতো মারকুটে ব্যাটসম্যান৷

উইকেটে সেট হয়ে গিয়েও আইপিএলের নবাগত স্পিন সেনসশন মায়াঙ্ক মার্কান্ডকে নিজের উইকেট উপহার দিয়ে আসেন শিখর ধাওয়ান৷ বাঁ-হাতি হায়দরাবাদি ওপেনার আউট হন ৪৫ রানে৷ এতেই রক্তের স্বাদ পাওয়া বাঘের মতো সানজাইজার্সের উপর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মুম্বই৷ ১৮ ও ১৯ তম ওভার মিলিয়ে চার উইকেট তুলে নেয় মারাঠা ফ্র্যাঞ্চাইজি৷
 ১৮ তম ওভারে পরপর দুবলে ইউসুফ ও রাসিদ খানকে আউট করে ম্যাচ জমিয়ে দেন জসপ্রীত বুমরাহ৷ সেই ওভারে মাত্র ৩ রান খরচ করে দুউইকেট তুলে নেন ডানহাতি ইয়র্কার স্পেশালিস্ট৷ পরের ১৯ তম ওভারে এক রান খরচ করে দুই উইকেট তুলে নেন মুফস্তাফিজুর রহমান৷ এক বলের ব্যবধানে সিদ্ধার্থ কল ও সন্দীপ শর্মাকে ডাগআউটে পাঠান বাংলাদেশি কাটার স্পেশালিস্ট৷ এত কিছুর পর যদিও ম্যাচের শেষ হাসি হাসতে পারল না রোহিতের দল৷

শেষ ওভারে এক উইকেটের পুঁজি নিয়ে হায়দরবাদের দরকার ছিল ১১ রান৷ ফাইনাল ওভারে বেন কাটিংয়ের প্রথম বলেই ছয় হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন হুডা৷ চাপের মুহূর্তে হোয়াইড করে একট্রা রান খরচ করে বসেন বেন৷ ওভারের পঞ্চম বলের পর সমীকরণ দাঁড়ায় শেষ বলে প্রয়োজন এক রান৷ টুর্নামেন্টে প্রথম বারের জন্য সুপার ওভার হওয়ার পরিস্থিতি তৈরি হলেও শেষ বলে চার মেরে হারদরাবাদকে ম্যাচ জিতিয়ে দেন স্যানলেক৷

এই জয়ের ফলে ঘরের মাঠে টানা দু’ম্যাচ জিতে আইপিএল অভিযান শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ৷ অন্যদিকে প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখল গত বারের চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্স৷
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply