উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে বর্তমান ধারাবাহিকতা প্রয়োজন-- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম
কারো জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়'
উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে বর্তমান ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার সকালে রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়ায় আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী এ সময় আরো বলেন, কারো জামিন দেয়ার এখতিয়ার আদালতের, সরকারের নয়।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, 'আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। উন্নয়নশীল পথে আমরা চলতে শুরু করেছি। জাতিসংঘ আমাদের স্বীকৃতি প্রদান করেছে। তিনটি ধাপ অতিক্রম করে আজ আমরা এই জায়গায় এসেছি।'
তিনি আরো বলেন, 'তবে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে বর্তমান ধারাবাহিকতা প্রয়োজন। আর তার জন্য প্রধানমন্ত্রীকে আমাদের সঙ্গে চাই। তাহলে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পৌঁছতে পারবো।'
খাদ্যমন্ত্রী বলেন, 'আজকে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, অতীতে কোনো সরকার এত উন্নতি করতে পারে নাই। শুধুমাত্র এই সরকারের আমলেই এত উন্নতি সম্ভব হয়েছে। আজ দেশে প্রচুর খাদ্য উৎপাদন হচ্ছে। মানুষ ভাল আছে। আজকে একটা রিকশাওয়ালা বা খেটে খাওয়া সাধারণ মানুষও দিনে ৫০০-৬০০টাকা আয় করে।'
কামরুল ইসলাম বলেন, 'যারা এতিমদের টাকা মেরে খায় আমরা তাদের বিচার করতে পেরেছি। এখানে কারো প্রতি হিংসা নেই। দুর্নীতির শাস্তি খালেদা জিয়াকে দেয়া হয়েছে। আদালত জামিন দেবে কিনা সেটা আমাদের দেখার বিষয় নয়। আদালত নির্বাচন করতে দিলে খালেদা জিয়া নির্বাচন করবেন । সেখানেই আমাদের কোনো হাত নেই। আইনের চোখে সবাই সমান।'
উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে বর্তমান ধারাবাহিকতা প্রয়োজন-- খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম
Tag: others
No comments: