Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এটা আমারই ভুল: ওয়ার্নারের স্ত্রী




 এটা আমারই ভুল: ওয়ার্নারের স্ত্রী


সিডনি: অজি-প্রোটিয়া চলতি সিরিজের তৃতীয় টেস্টে বল বিকৃতির অভিযোগে অজি অধিনায়ক ও সহ-অধিনায়ক স্মিথ এবং ওয়ার্নারকে একবছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নির্বাসনে পাঠায় ক্রিকেট অস্ট্রেলিয়া৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এসে অস্ট্রেলিয়াবাসীর এবং নিজের পরিবার বিশেষ করে স্ত্রী’র কাছে ক্ষমা চেয়েছিলেন অজি সহ-অধিনায়ক৷ রবিবার ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিস সাংবাদিকদের বলেন মনে হয় আমারই ভুল এটা৷



স্টিভ স্মিথ-ড্যারেন লেম্যানের পর ক্রিকেটবিশ্বের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন ডেভিড ওয়ার্নার৷ সাংবাদিক সম্মেলন করে স্যান্ড পেপার গেট কাণ্ডের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নেন অস্ট্রেলিয়ার বরখাস্ত সহ-অধিনায়ক৷টিভিতে স্বামীকে কান্নায় ভেঙে পড়তে দেখে নিজের মনের অবস্থা জানাতে মুখ খোলেন ক্যান্ডিস৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে ভুলটা যেন আমারই ৷ পুরো ঘটনাটা আমাকে প্রচন্ড কষ্ট দিচ্ছে৷ ঘটনার দিন ডেভ যখন মাঠ থেকে রুমে এসেছিল আমি বেডরুমে বসে কাঁদছিলাম৷ আর মেয়ে আমার দিকে তাকিয়ে ছিল হাঁ করে৷ জানি ওই ঘটনাটাও ওকে প্রচন্ড কষ্ট দেবে৷’




সাংবাদিক সম্মেলনে চোখের জল ধরে রাখতে পারেননি নির্বাসিত বাঁ-হাতি অজি ওপেনার৷ শুধু তাই নয় ১২ মাসের নির্বাসনের পর আর অস্ট্রেলিয়ার হয়ে ফের সুযোগ না পাওয়ার কথা বলেন ওয়ার্নার৷ কাঁদতে কাঁদেত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওয়ার্নার বলেন,‘১২ মাস পরে নির্বাসনে থেকে মুক্তি পেলেও আমার ক্রিকেট খেলা নিয়ে সংশয় থাকবেই৷’ সাংবাদিক সম্মেলন শেষে এরপর টুইটে ওয়ার্নার লিখেছেন, ‘অনেক প্রশ্নের উত্তরই দিতে পারলাম না৷ সময়ই সব উত্তর দিয়ে দেবে৷’



জোহানেসবার্গে সাংবাদিক সম্মেলন করে ওয়ার্নার , স্মিথ ১ বছরের জন্য ক্রিকেট থেকে বরখাস্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া৷ এরপরই সানরাইজার্সের অধিনায়কের পদ থেকে ইস্তফা দেন অজি ওপেনার৷ হায়দরাবাদের তরফে করা টুইটটিতে লেখা হয়, ‘সম্প্রতি বিতর্কিত ঘটনাগুলির কথা মাথায় রেখে দলের অধিনায়ক পদ থেকে পদত্যাগ করছেন ওয়ার্নার৷’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply