নেপালে বিমান দুর্ঘটনা: পুনঃবিমার প্রায় ৬ কোটি টাকার চেক হস্তান্তর
নেপালে ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনার পুনঃবিমা বাবদ ৫ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেছে সাধারণ বিমা করপোরেশন। দুপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিনিধির কাছে চেক হস্তান্তর করা হয়।
সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. শিবলী রুবায়াত উল ইসলাম জানান, এর আগেও কিছু টাকা পরিশোধ করা হয়েছে। বাকি টাকা এক সপ্তাহের মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সকে দেয়া হবে।
আগামী দুই-এক দিনের মধ্যে ইউএস বাংলা এয়ারলাইন্সের কাছে বিমার টাকা হস্তান্তর শুরুর কথা জানিয়েছে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স।
১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস বাংলার বিএস ২১১ উড়োজাহাজটি। এতে মারা যান ২৭ বাংলাদেশিসহ ৫০ জন।
নেপালে বিমান দুর্ঘটনা: পুনঃবিমার প্রায় ৬ কোটি টাকার চেক হস্তান্তর
Tag: others
No comments: