বেল-বেনজেমার গোলে সহজেই জিতল রিয়াল
জুভেন্টাসের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ মঙ্গলবার। তার আগে লা লিগায় বিশ্রামে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অবশ্য তার অভাব খুব একটা বোধও করেনি রিয়াল মাদ্রিদ! গ্যারেথ বেলের জোড়া ও করিম বেনজেমার একমাত্র গোলে লাস পালমাসকে তাদেরই মাঠে ৩-০তে সহজেই হারিয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ১২তে নামিয়ে আনলো রিয়াল। ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকল বর্তমান চ্যাম্পিয়নরা। শনিবার রাতেই সেভিয়ার বিপক্ষে নামা বার্সা জয় পেলে ব্যবধান থেকে যাবে ১৫তেই।
রোনালদো না থাকলেও লাস পালমাসকে চেপে ধরতে বেগ পেতে হয়নি রিয়ালকে। ম্যাচের প্রথমার্ধেই স্বাগতিকদের জালে দুবার বল জড়িয়েছেন বেল-বেনজেমা।
গ্যারেথ বেলের গোলে উৎসব শুরু রিয়ালের। ২৪ মিনিটে মার্কো আসেনসিওকে ভাল একটি গোলের সুযোগ বানিয়ে দিয়েও ব্যর্থতায় পুড়তে হয়েছিল বেলকে। দুই মিনিট পর লুকা মদ্রিচের পাসে অফসাইড-ফাঁদ ফাঁকি দিয়ে গোল করে খেদ মেটান ওয়েলস ফরোয়ার্ড।
প্রথমার্ধ শেষ হওয়ার ৪ মিনিট আগে লুকাস ভাসকেজকে নিজেদের ডি-বক্সে ফেলে অতিথিদের পেনাল্টি উপহার দেয় পালমাস। পরে স্পটকিকে ৪১ মিনিটে গোল করে রিয়ালের জার্সি গায়ে নিজের ৪০০তম ম্যাচ স্মরণীয় করে রাখেন করিম বেনজেমা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। বেলকে ডি-বক্সে ফাউল করেন পালমাসের নাভারো। ৫০ মিনিটে নিজেই স্পটকিকে ব্যবধান ৩-০ করার পাশাপাশি জোড়া গোল পূর্ণ করেন বেল।
ম্যাচের ৬০ মিনিটে হ্যাটট্রিক প্রায় পেয়েও পাওয়া হয়নি বেলের। ফাঁকা পোস্টে নিজে কিক না করে ওয়েলস তারকার দিকে বল বাড়িয়ে দেন বেনজেমা। কিন্তু বেলের নেয়া শট পরে অনেকটা লাফিয়ে ফিরিয়ে দেন পালমাস ডিফেন্ডার।
সাত মিনিট পর নিজেও জোড়া গোলের সুযোগ হারান বেনজেমা। ৬৭ মিনিটে ভাসকেজের পাসে ফরাসি তারকার ফ্লিক পালমাস গোলরক্ষকের গায়ে লেগে ফিরলে ব্যবধান আর বাড়েনি রিয়ালের।
ম্যাচের শেষ ১৫ মিনিটে এক হালি সুযোগ না হারালে নিজের হ্যাটট্রিক পাওয়ার সঙ্গে দলের জয়ের ব্যবধানটাও বড় করতে পারতেন বেল।
বেল-বেনজেমার গোলে সহজেই জিতল রিয়াল
Tag: games
No comments: