রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস
রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে শুভেচ্ছা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এই তথ্য জানিয়েছেন। ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন: ‘জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠকে রোহিঙ্গা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা এবং তার প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি।’
এর আগে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠায় বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের প্রশংসা করেছে জাতিসংঘসহ উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা।
এ উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেন, ‘শক্ত ভিতের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের এই অর্জন সম্ভব হয়েছে। সরকারের পক্ষে উন্নয়ন সহযোগীদের কাছে আবেদন জানানো হয়েছে অতীতের মতোই সহযোগিতা অব্যাহত রাখার।
No comments: