বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কাজ শুরু
বরিশালে পানি উন্নয়ন বোর্ড কম্পাউন্ডে পাকিস্তানি হানাদারদের টর্চার সেল
স্বাধীনতার ৪৬ বছর পর বরিশালে পানি উন্নয়ন বোর্ড কম্পাউন্ডে পাকিস্তানি হানাদারদের টর্চার সেল ও বাঙ্কারগুলো সংরক্ষণের কাজ শুরু হয়েছে। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যায়ের এ কাজ তদারকিতে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি। নির্মম স্মৃতি বিজড়িত এ স্থানের সংরক্ষণ কাজ চলছে দ্রুত গতিতে।
৭১- এ স্বাধীনতাকামী মুক্তিযদ্ধাদের পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারররা ধরে নিয়ে আসতো এখানে। সারাদিন নির্যাতনের পর রাতের আঁধারে এই ব্রিজের ওপর হত্যা করা হয়েছে অসংখ্য নারী-পুরুষকে। ১৬ ডিসেম্বর বিজয়ের পরদিন এখানকার বিভৎস দৃশ্য দেখে হতবাক হয়ে যান মুক্তিযোদ্ধারা।
ভক্সপপঃ
বরিশালের মুক্তিযোদ্ধাদের দীর্ঘদিনের দাবি ছিলো এই টর্চার সেল ও বাঙ্কারগুলো সংরক্ষণের। সে অনুযায়ি স্থানীয় সরকার মন্ত্রনালয় থেকে বরিশাল সিটি কর্পোরেশনকে বরাদ্দ দেয়া হয় ৩ কোটি ৩১ লাখ টাকা। সংরক্ষণ কাজ শুরু হয়েছে গতমাসে। এ বছরের জুন নাগাদ কাজ শেষ করার কথা থাকলেও ডিসেম্বরে শেষ হবে বলে ধারনা করা হচ্ছে।
৭১-এ পাক হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বরিশালে এটাই হবে অন্যতম নিদর্শন।
পাকিস্তানি হানাদারদের টর্চার সেল ও বাঙ্কারের মতো বরিশালে মুক্তিযুদ্ধের সব স্মৃতিই সংরক্ষণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কাজ শুরু
Tag: others Zilla News
No comments: