নদ-নদী, হাওর ও জলাশয় দখলমুক্ত ও দূষণ রোধ করতে হাওরবাসীকে সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন
দখল এবং দূষণের জন্য ক্ষমতাসীনরা দায়ী'
নদ-নদী, হাওর ও জলাশয় দখলমুক্ত ও দূষণ রোধ করতে হাওরবাসীকে সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন পরিবেশ উন্নয়ন কর্মী ও সচেতন মহল। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপন্ন হাওর-জলাশয়ের সুরক্ষা ও করণীয় শীর্ষক এক সেমিনারে হাওর রক্ষায় বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তারা। এ সময় বলা হয়, টেকসই উন্নয়নে জলাধারের গুরুত্ব অপরিসীম।
হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, 'প্রাক্ষলণ করা যেটা সময়মত হয়নি। প্রশাসন যদি সময়মতো আরো বেশি ইঞ্জিনিয়ার যদি নিয়োগ করতেন তাহলে প্রাক্ষলণটা সময়মত হত। এই যে, মনিটরিংটা খুব জরুরি।'
মানবাধিকারকর্মী খুশি কবির বলেন, 'কার জন্য কার উপকার আসছে, কোন শ্রেণির উপকারে আসছে বা যারা কনট্রাকটর অথবা যারা বাধ নির্মাণে কাজ করছে তাদের ওপর আসছে কিনা এই জিনিস দেখতে হবে।'
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, 'দখল এবং দূষণের জন্য কারা দায়ী, এগুলো সাধারণত দায়ী ক্ষমতাসীনরা। যাদের ক্ষমতায় আছে, তারা সরকার থাকলেও আসছে, সরকার না থাকলেও আছে।'
নদ-নদী, হাওর ও জলাশয় দখলমুক্ত ও দূষণ রোধ করতে হাওরবাসীকে সম্পৃক্ত করার তাগিদ দিয়েছেন পরিবেশ উন্নয়ন কর্মী ও সচেতন মহল
Tag: others
No comments: