ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে গড়ে তোলা চার উদ্যোক্তার বাগানে থাই জাতের পেয়ারার বাম্পার ফলন হয়েছে। তিন-চার ধাপে দেড় কোটি টাকার পেয়ারা বিক্রির আশা করছেন বাগান মালিকরা। বিষমুক্ত সুস্বাদু এ পেয়ারার ব্যাপক চাহিদা থাকায় দিন দিন চাষিদের আগ্রহ বাড়ছে।
ঝালকাঠিতে দুই বছর আগে থাই জাতের পেয়ারা চাষ শুরু করের চার উদ্যোক্তা। প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে গড়ে তোলেন পেয়ারা বাগান। বর্তমানে সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের গাবখান নদীর তীরবর্তী শিরযুগ এলাকায় ৪০ বিঘা এবং বিনয়কাঠি ইউনিয়নের মানপাশা এলাকায় ২০ বিঘাসহ মোট ৬০ বিঘা জমিতে চার উদ্যোক্তার বাগানে গাছের সংখ্যা ১৫ হাজার।
বড় ধরণের কোন বিপর্যয় না হলে ৩-৪ ধাপে দেড় কোটিরও বেশি টাকার পেয়ারা উৎপাদনের আশা করছেন বাগান মালিকরা।
বাজারে থাই পেয়ারার চাহিদা বেশি। দামও চড়া। তাই পাইকারি ব্যবসায়ীরা এখান থেকে পেয়ারা সংগ্রহ করে লাভবান হচ্ছেন। পরিচর্যার কাজে কর্মসংস্থান হয়েছে ২৫ স্থানীয় বেকার যুবকের।
থাই পেয়ারার চাষ আরো বাড়াতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছ স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
পেয়ারা নির্ভর শিল্প কারখানা গড়ে তুলে ঝালকাঠিতে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি আহ্বান এলাকাবাসীর।
ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে গড়ে তোলা চার উদ্যোক্তার বাগানে থাই জাতের পেয়ারার বাম্পার ফলন
Tag: Zilla News
No comments: