মুম্বই: ৩৪ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে সংসার পাতা হল না বিরাট কোহলির৷অনুষ্কাকে নিয়ে গৃহপ্রবেশের আগেই ৩৬ তলার গগনচুম্বী ফ্ল্যাট বাতিলের খাতায় ফেলে দিলেন ভারত অধিনায়ক৷
মুম্বইয়ের ওরলি সি-লিঙ্ক এলাকায় ৩৪ কোটি টাকা ব্যায়ে ৭০০ ফুটের অ্যপার্টমেন্ট কিনেছিলেন বিরাট কোহলি৷ সঙ্গে চারটি গাড়ি রাখার মতো পার্কিং স্লটও ছিল কোহলির মালিকানায়৷ ওমকার রিয়েলটর্স অ্যান্ড ডেভলপার্স সংস্থা বানিয়েছে ৪০ তলার তিনটি টাওয়ার৷ ‘ওমকার ১৮৭৩’ প্রজেক্টের টাওয়ার ‘সি’র এই অ্যাপার্টমেন্ট বিরাট কোহলির বিশেষ পছন্দের ছিল বলে শোনা গিয়েছিল৷
কোহলি এবং তাঁর ম্যানেজমেন্ট সংস্থা সিলমোহর না দিলেও শোনা যাচ্ছে এই অ্যাপার্টমেন্টের বুকিং বাতিল করেছেন কোহলি৷ গত ২০ চুক্তি বাতিল হওয়ার পর ২১ মার্চ এই মর্মে রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে বলে খবর৷
আকাশ ছোঁয়া অ্যাপার্টমেন্টের মায়া ত্যাগ করে কোহলি একটি পেন্টহাউস কিনতে আগ্রহী৷ বান্দ্রার ওয়েস্টার্ন সাবার্বসে একটি পেন্টহাউস বিরাটের পছন্দ হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে৷
বিরাট কোহলি যে মুম্বইয়ের স্কাই লাইফে মজে রয়েছেন, তার প্রমাণ তিনি ইতিমধ্যেই দিয়েছেন৷ এই মুহূর্তে ওরলির ডঃ অ্যানি বেসান্ত রোডের রাহেজা লেজেন্ড অ্যাপার্টমেন্টে বাসা নিয়েছেন বিরাট৷ ৪০ তলার এই ‘সি ভিউ’ ফ্ল্যাট মাসিক ১৫ লক্ষ টাকায় দু’বছরের জন্য ভাড়া নিয়েছেন তিনি৷ দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফিরে টুইটারে এই অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে শহরের ছবি পোস্ট করে কোহলি লিখেছিলেন, ‘নিজের বাড়ি থেকেই যদি এমন সুন্দর দৃশ্য দেখা যায়, তবে অন্য কোথাও যাওয়ার কি দরকার!
No comments: