বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় নেয়া হয়নি কোন উদ্যোগ
বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষা
মুক্তিযুদ্ধের সময় বরিশালের যে সব স্থানে পাকিস্তানি হানাদারদের সাথে সম্মুখ যুদ্ধ হয়েছে তার স্মৃতি রক্ষায় আজ পর্যন্ত কোন উদ্যোগ নেয়া হয়নি। হাতেগোনা কিছু স্থানে ব্যক্তি উদ্যোগে স্মৃতি ফলক করা হলেও বেশিরভাগই পড়ে আছে অবহেলায়।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থল এটি। ১৯৭১ সালের ২৫ এপ্রিল পাকিস্তানি হানাদার বাহিনী এই
প্রথম মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ে। গুলিতে শহীদ হন ৪ মুক্তিযোদ্ধা। কিন্তু আজ পর্যন্ত এখানে স্মৃতি আছে শুধু বটগাছটি।
শুধু কটকস্থল নয় বরিশালের এমন ৪৬টি যুদ্ধ ও নির্যাতনস্থলের মধ্যে অবহেলায় পড়ে আছে অন্তত ৪২টি। বাবাইবাজার, বড়াকোঠা, জয়শ্রী, কাজিরহাট, কুড়িয়ানাসহ সব যুদ্ধক্ষেত্রই বহন করে রক্তক্ষরণের চিত্র। স্মৃতিচিহ্ন রক্ষায় বার বার পদক্ষেপের কথা বলা হলেও নেই কোন উদ্যোগ।
তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এরিমধ্যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ৩৪টি স্থানকে চিহ্নিত করে সেগুলো রক্ষার প্রস্তাবনা পাঠানো হয়েছে।
ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে স্মুতিচিহ্নগুলো রক্ষার দাবী মুক্তযোদ্ধাদের।
বরিশালে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় নেয়া হয়নি কোন উদ্যোগ
Tag: Zilla News
No comments: