নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা অতিষ্ঠ জনজীবন
ব্যাটারিচালিত অটোরিকশা
ব্যাটারিচালিত অটোরিকশায় প্রতিনিয়ত যেমন দুর্ঘটনা ঘটছে তেমনি অতিষ্ঠ করে তুলছে জনজীবন। এদের নেই কোনো লাইসেন্স নেই কোন গতিসীমা নেই কোনো প্রশিক্ষণ। অটোরিকশায় ব্যবহৃত বিদ্যুৎও নেয়া হচ্ছে অবৈধভাবে। এতে সরকারই কেবল ক্ষতিগ্রস্ত হচ্ছে না অতিরিক্ত ভাড়া ও লোড শেডিংয়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষও।
নীলফামারীর সৈয়দপুরে চলছে ১০ হাজারেরও বেশি ব্যাটারিচালিত অবৈধ অটোরিকশা। এগুলোর নেই বৈধ কাগজপত্র। নেই বিআরটিএ অনুমোদিত ফিটনেস ও রোড পারমিট।
অটোরিকশার দৌরাত্ম্যে ভয়াবহ যানজটের যন্ত্রণা শহরের নিত্যদিনের সঙ্গী। ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতাকেই দায়ী করছে তারা।
সরকারদলীয় নেতাদের বিশেষ টোকেনে চলা লাইসেন্সবিহীন এসব রিকশা বন্ধে পৌর কর্তৃপক্ষেরও নেই কোন উদ্যোগ। উপরন্তু পার্কিংয়ের নামে প্রতিবছর ২ হাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ রয়েছে অটোরিকশা চালকদের।
এদিকে প্রতিটি অটোরিকশার পেছনে মাসে খরচ হচ্ছে তিন হাজার টাকার বিদ্যুৎ। অবৈধ পন্থায় বিভিন্ন গ্যরেজে চুরি করে চার্জ দেওয়া হয় ব্যাটারি। এতে অসহনীয় লোডশেডিংয়ের কবলে পড়ছে মানুষ।
নীলফামারীর সৈয়দপুরে ব্যাটারিচালিত অটোরিকশা অতিষ্ঠ জনজীবন
Tag: Zilla News
No comments: