ব্রিটেনে রুশ বিমানে তল্লাশি; পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার
ব্রিটেনে রুশ বিমানে তল্লাশি; পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার
ব্রিটেনে রুশ বিমানে তল্লাশি; পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি রাশিয়ার
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় বলেছে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে রুশ বিমানে তল্লাশির বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপ নেয়া হবে। গতকাল (শুক্রবার) ব্রিটিশ কর্মকর্তারা রাশিয়ার অ্যারোফ্লোট এয়ারবাসএ৩২১-তে তল্লাশি চালায়। তল্লাশির সময় বিমানের ক্রুদের সেখানে থাকতে দেওয়া হয় নি।
এ সময় বিমানের ক্যাপ্টেনের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলেও তারা কোনো ব্যাখ্যা দেয় নি। বিমানটি মস্কো থেকে লন্ডনে পৌঁছার একদিন পর সেটাতে তল্লাশি চালানো হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা বলেছেন, এর মাধ্যমে ব্রিটেন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তিনি বলেছেন, এটি ব্রিটেনের পক্ষ থেকে আরও একটি উসকানি। তারা বিমানের ভেতরে এমন কিছু করেছে যা তারা গোপন রাখতে চায় এবং এ কারণেই রুশ বিমানের কাউকে তাদের সঙ্গে থাকতে দেয় নি।
রাশিয়ার সাবেক গোয়েন্দা স্ক্রিপালকে নিয়ে যখন দুই দেশের মধ্যে টানাপড়েন চলছে ঠিক তখনি ব্রিটেনের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হলো। রুশ বিমানটি এরইমধ্যে নিরাপদে মস্কো ফিরেছে। #
Tag: world
No comments: